TRENDING:

‘স্বার্থের সংঘাত মাথায় রেখেই বোর্ড সাজাব’, বোর্ড-সিংহাসনে বসেই মন্তব্য প্রেসিডেন্ট সৌরভের

Last Updated:

বোর্ডের উপদেষ্টা কমিটি থেকেই শুরু তাঁর নতুন লড়াই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ক্রিকেট ছেড়েছেন। কিন্তু ক্রিকেট তাঁকে ছাড়েনি। অবসরের পরেও তাই সৌরভ ছিলেন এবং আছেন ক্রিকেটেই। বোর্ড-সিংহাসনে মহারাজ ৷ বিসিসিআইয়ের ৩৯তম প্রেসিডেন্ট সৌরভ ৷  বোর্ডের উপদেষ্টা কমিটি থেকেই শুরু তাঁর নতুন লড়াই। সরকারিভাবে বুধবার দায়িত্বভার গ্রহণ করার পরই বোর্ড সভাপতি সৌরভের মুখে শোনা গেল সংস্কারের সঙ্গে সঙ্গে স্বার্থের সংঘাত বাঁচিয়ে পদক্ষেপের কথা ৷
advertisement

বোর্ডের বৈঠকে দায়িত্বভার গ্রহণের পরই সাংবাদিক সম্মেলনে জগমোহন ডালমিয়ার উত্তরসূরী ৷ বললেন, ‘স্বার্থের সংঘাত নিয়ম বদলে আশাবাদী ৷ আদালতের দিকে তাকিয়ে আছি ৷ আশা করছি নিয়মে বদল আসবে ৷ স্বার্থের সংঘাত মাথায় রেখেই বোর্ড সাজাব ৷’

বহুদিন বাদে জাতীয় দলের ব্লেজারে সৌরভ ৷ সাংবাদিক বৈঠকে এসে বললেন, ‘অবসরের পর প্রথম জাতীয় দলের ব্লেজার পরলাম ৷ বোর্ড প্রেসিডেন্ট হওয়া সম্মানের ৷ অনেক কাজ করতে হবে ৷ আজ বৈঠকে আর্থিক রিপোর্ট পেশ হয়নি ৷ এজিএমে আর্থিক রিপোর্ট পেশ হবে ৷ অনেক চ্যালেঞ্জ আছে ৷’

advertisement

আপাতত ১০ মাসের জন্য দায়িত্বে মহারাজ ৷ তারপর ৩ বছর কুলিং অফে যেতে হবে  ৷ প্রেসিডেন্ট পদে সৌরভের সঙ্গে সঙ্গেই বোর্ড সচিব হিসেবে দায়িত্ব নিলেন অমিত শাহের পুত্র জয় শাহ ৷ কোষাধ্যক্ষ পদে এলেন অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ৷ এবার সামনের দশমাস। স্বপ্ননগরী মুম্বইয়ে ভারতীয় ক্রিকেটের চোখে নতুন স্বপ্ন। যাদুকরের নাম সৌরভ গঙ্গোপাধ্যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
‘স্বার্থের সংঘাত মাথায় রেখেই বোর্ড সাজাব’, বোর্ড-সিংহাসনে বসেই মন্তব্য প্রেসিডেন্ট সৌরভের