সিরাজের এই দুর্দান্ত পারফরম্যান্সের পর প্রশংসায় গোটা ক্রিকেট বিশ্ব। তবে এই প্রশংসার মাঝেও বিতর্ক সৃষ্টি হয়েছে পাকিস্তানের প্রাক্তন পেসার তানভির আহমদের একটি মন্তব্যকে কেন্দ্র করে। তিনি একমাত্র ব্যতিক্রম পথে হাঁটেন। একটি টিভি শোতে অংশ নিয়ে তানভির বলেন,তিনি এখনও মহম্মদ সিরাজকে “টেস্ট বোলার” মনে করেন না। তার মতে,”সিরাজ সেই মানের বোলার নন, যিনি টেস্টে ধারাবাহিকভাবে সফল হতে পারেন।”
advertisement
শো’র উপস্থাপক আসিফ খান তানভিরকে মনে করিয়ে দেন, আগের শোতেও তিনি একই কথা বলেছিলেন। এ নিয়ে প্রশ্ন তুললে তানভির উত্তেজিত হয়ে বলেন, “আমি একজন টেস্ট ক্রিকেটার, আমার লেভেল আলাদা।” উত্তরে উপস্থাপক জিজ্ঞেস করেন, “আপনার লেভেলটাই বা কী?” এরপর দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়।
এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তানভির আহমদের ‘অহংকারী’ মন্তব্যকে কটাক্ষ করে বলেন, “এটাই পাকিস্তানের লেভেল।” তারা মনে করেন, একজন পারফর্মিং প্লেয়ারের বিরুদ্ধে এমন মন্তব্য করা অযৌক্তিক এবং ঈর্ষার বহিঃপ্রকাশ।
আরও পড়ুনঃ IND vs ENG: ভারত জিততেই ড্রেসিং রুমে কী কাণ্ড ঘটালেন গম্ভীর? ভাইরাল ভিডিও
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, মহম্মদ সিরাজ এখন নিজেকে বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে প্রমাণ করছেন। মাঠে তাঁর ধারাবাহিকতা ও লড়াই করার মানসিকতা তাঁকে একজন যোগ্য টেস্ট বোলারে পরিণত করেছে। সমালোচকদের উত্তর তিনি দিচ্ছেন তাঁর পারফরম্যান্সের মাধ্যমেই।