যা নিয়ে ফাঁপরে পড়েছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা। বিসিসিআইকে চিঠি দিয়ে দুটি ম্যাচের মধ্যে ব্যবধান রাখার অনুরোধ জানিয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। ওই দুটি ম্যাচের আগে ৬ অক্টোবর পাকিস্তান বনাম নেদারল্যান্ডস ম্যাচ হওয়ার কথা উপলের রাজীব গান্ধি স্টেডিয়ামে। হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, পরপর দুটি ম্যাচের জন্য নিরাপত্তা দিতে তারা অপারগ।
বিশেষ করে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটির জন্য অতিরিক্ত নিরাপত্তা দিতে হবে। পরিস্থিতির বিবরণ দিয়ে বিসিসিআইকে চিঠি দিয়েছে মহম্মদ আজহারউদ্দিনের ক্রিকেট সংস্থা। গত ৫ অগস্ট সিএবির পক্ষ থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে সূচি বদলানোর আবেদন করা হয়েছিল বোর্ডের কাছে।
১২ নভেম্বর কালীপুজোর দিন ইডেন গার্ডেন্সে পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচটি হওয়ার কথা ছিল। তার আগেই নবরাত্রির জন্য ১৫ অক্টোবরের ভারত-পাক ম্যাচের দিন বদলানোর আবেদন করেছিল গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন। রাজ্য সংস্থাগুলির অনুরোধ মেনে নেয় বিসিসিআই। ৯ অগস্ট পরিবর্তিত সূচি প্রকাশ করা হয় আইসিসির তরফে।
এখন দেখার হায়দারাবাদ ক্রিকেট সংস্থার এই অনুরোধ বিসিসিআই রাখতে পারে কিনা। ম্যাচের দিন পরিবর্তন হবে নাকি একই তারিখে অন্য মাঠে খেলা দেওয়া হবে তাই নিয়ে চলছে যোগাযোগ। শেষ পর্যন্ত পাকিস্তান বনাম লঙ্কা ম্যাচ কোন শহরে হবে তা কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে।