তবে শুধু মেসেজ বা চ্যাট নয়, হোয়াটসঅ্যাপের সাহায্যে কিন্তু পেমেন্টও করা যায়। ইউপিআই-এর উপর ভিত্তি করে শুরু হয়েছে ‘হোয়াটসঅ্যাপ পে’ পরিষেবা। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ থেকেই টাকা পাঠানো যায়। এর জন্য শুধু ‘হোয়াটসঅ্যাপ পে’-র সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে রাখতে হবে।
আরও পড়ুন- দুর্দান্ত ফোন! একবার ফুল চার্জে চলবে ৪৫ দিন, আছড়ে পড়ুক, জলে ডুবুক খারাপ হবেনা
advertisement
তা-হলে এক ক্লিকেই টাকা পাঠানো যাবে বন্ধু কিংবা দোকানদারকে।
আসলে, হোয়াটসঅ্যাপ ভারতে ইউপিআই ভিত্তিক পেমেন্ট পরিষেবা চালু করার অনুমতি পেয়েছে। রিপোর্ট অনুযায়ী, ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন হোয়াটসঅ্যাপকে এই অনুমতি দিয়েছে।
বর্তমানে ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪০০ মিলিয়ন। এর মধ্যে ২০ মিলিয়ন হোয়াটসঅ্যাপ পে পরিষেবা ব্যবহার করেন বলে জানা গিয়েছে।
সোশ্যাল মিডিয়া মেসেজিং অ্যাপটি তার ব্যবহারকারীদের এই পরিষেবা দেওয়ার জন্য দেশের কয়েকটি বৃহত্তম ব্যাঙ্কের সঙ্গে ইতিমধ্যেই গাঁটছড়া বেঁধেছে। এটি পেমেন্ট প্ল্যাটফর্ম-এর উপর ভিত্তি করে গুগল পে, পেটিএম, ফোন পে এবং অন্যান্য অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মতো কাজ করে।
হোয়াটসঅ্যাপ পে-র পরিষেবা পেতে হলে অবশ্যই সবার প্রথমে
হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলতে হবে। এর পর স্ক্রিনের উপরের ডান দিকের কোণে তিনটি বিন্দুর আইকন থেকে পেমেন্ট অপশনে ক্লিক করলে খুলে যাবে ড্রপ ডাউন মেনু। এবার সেখান থেকে ‘অ্যাড পেমেন্ট মেথড’ নির্বাচন করতে হবে।
এখানে বিভিন্ন ব্যাঙ্কের অপশন থাকে। সেখান থেকে যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, সেটাকে বেছে নিতে হবে। এর পর হোয়াটসঅ্যাপ ফোন নম্বর যাচাই করবে। একই সঙ্গে নির্বাচিত ব্যাঙ্ক অ্যাকাউন্টও দেখাবে।
আরও পড়ুন- দামেও সস্তা, দারুন মাইলেজ! মারুতির নয়া সিএনজি অল্টো কে-১০, ১ লিটারে চলবে ৩৪ কিমি
নিশ্চিত করতে হবে যে, ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা নম্বর যেন একই হয়। এ বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নির্বাচনের ‘ডান’ অপশনে ক্লিক করতে হবে।
এই প্রক্রিয়াটা সম্পন্ন হলেই ব্যবহারকারী ইউপিআই আইডি, অর্থ প্রদানের ইতিহাস এবং লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে পাবেন। এর মাধ্যমে যে কোনও জায়গায়, যে কোনও সময় এবং যে কাউকে অর্থ পাঠানো যাবে।