TRENDING:

ফ্যান রোনাল্ডোর, বাবা ৬ বছরের খুদে মেয়েকে নিজেই ট্রেনিং দিচ্ছেন ফুটবলের

Last Updated:

তবে অনন্যার দাদাও কম যায় না৷ ষষ্ঠ শ্রেণীর ছাত্র অমৃত শর্মা অনায়াসে দু'পায়ে শতাধিক বার বল নাচাতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি: রিষড়া সিদ্ধেশ্বরী কালীতলার বাসিন্দা অনন্যা শর্মা  দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া৷ এখনও ভালোভাবে কথা বলতে পারে না৷তাতে কি! ৬ বছরের শিশুর পায়ের জাদুতে মুগ্ধ এলাকার মানুষ৷পড়াশোনার পাশাপাশি তার ধ্যান জ্ঞান এখন ফুটবল৷সে স্বপ্ন দেখে বড় হয়ে রোনাল্ডোর মতন ফুটবলার হবে৷
Hoogly News: Buisnessman giving training to his little daughter and son football
Hoogly News: Buisnessman giving training to his little daughter and son football
advertisement

তবে অনন্যার দাদাও কম যায় না৷ ষষ্ঠ শ্রেণীর ছাত্র অমৃত শর্মা অনায়াসে দু'পায়ে শতাধিক বার বল নাচাতে পারে। তার প্রিয় ফুটবলার রবার্তো কার্লোসের অনুকরণে শট মারতেও শিখেছে সে। মাঝ মাঠ থেকে ইন সুইং করিয়ে গোলের জালে অনায়াসে বল জড়িয়ে দিতে পারে সে। দু’পায়েই জোরালো শট আছে অমৃতের৷

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখে পাঞ্জাবের মিনার্ভা ফুটবল আকাদেমি ইতিমধ্যেই অমৃতকে ডেকেছিল। মাস চারেক সেখানে প্রশিক্ষণও নেয়।কিন্তু  কোভিড আবহে বাড়ি ফিরে আসতে হয়। তারপর আর সেখানে ফেরা হয়নি তার৷

advertisement

আরও পড়ুন - KKR- র একের পর এক ফ্লপ শো, মুখ খুললেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার

অমৃত ও অনন্যাকে নিয়ে স্বপ্ন দেখছেন তার বাবা-মা৷ প্রতিদিন বাবা অনিল শর্মা নিজের বাই সাইকেলে করে ছেলে-মেয়েকে মাঠে নিয়ে যান৷ তিঁনি নিজেই ছেলে-মেয়েকে ফুটবলের প্রশিক্ষণ দেন রিষড়ার লেনিন মাঠে। সেখানে ক্ষুদে ফুটবলারদের খেলা দেখতে প্রতিদিন জড়ো হন বহু মানুষ৷

advertisement

পেশায় ব্যবসায়ী অনিলবাবু স্থানীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা থেকে বহু পুরস্কার ঘরে তুলেছেন। ফুটবলও খুব খারাপ খেলতেন না বলে জানালেন তিনি৷ অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না বলে খেলাধুলো নিয়ে বেশি দূর এগোতে পারেননি অনিলবাবু৷ নিজে না পারলেও ছোট ছেলে-মেয়েদের মধ্যে দিয়ে স্বপ্ন দেখেন তিনি৷ আশা একদিন জাতীয় দলের জার্সি গায়ে বিশ্বমঞ্চে দাপিয়ে বেড়াবে তাদের ছেলে-মেয়ে৷

advertisement

Rahi Haldar

বাংলা খবর/ খবর/খেলা/
ফ্যান রোনাল্ডোর, বাবা ৬ বছরের খুদে মেয়েকে নিজেই ট্রেনিং দিচ্ছেন ফুটবলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল