হিথ স্ট্রিক নাকি মারা যাননি। তিনি বেঁচে রয়েছেন। হোয়াটসঅ্যাপে কথাও বলছেন। এই দাবি করলেন তাঁর সতীর্থ হেনরি ওলঙ্গা। অথচ তিনিই বুধবার সকালে দীর্ঘ বার্তা পোস্ট করে স্ট্রিকের মৃত্যুর খবর জানিয়েছিলেন। পরে অবশ্য নিজের পোস্ট ডিলিট করে নতুন করে ট্যুইট করেন ওলঙ্গা ৷
কয়েক ঘণ্টার মধ্যেই ওলঙ্গার বক্তব্য পুরোপুরি বদলে গিয়েছে। পুরনো ট্যুইটটিও তিনি মুছে দিয়েছেন। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ ওলঙ্গা একটি কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেন ট্যুইটারে। সেটি স্ট্রিকের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট বলে দাবি করেছেন ওলঙ্গা। স্ট্রিকের মৃত্যুর খবর বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রাক্তন ক্রিকেটারদের ট্যুইটেই ৷ জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরকারি ভাবে কিছুই জানানো হয়নি ৷
‘পুরোপুরি বেঁচে আছি’, যাবতীয় গুজব উড়িয়ে নিজেই জানিয়ে দিলেন হিথ স্ট্রিক। তাঁর সেই বার্তার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হেনরি ওলঙ্গা। স্ট্রিকের সঙ্গে কথাবার্তার যে স্ক্রিনশট তিনি পোস্ট করেছেন, তাতে স্ট্রিক লিখেছেন ‘‘আমি পুরোপুরি বেঁচে আছি। দয়া করে রান-আউটের সিদ্ধান্ত ফিরিয়ে নাও।’’