TRENDING:

Hasin Jahan: স্নানের পোশাকে পুল ডান্স হাসিন জাহানের! হট অবতারে ফের ভাইরাল শামির বউ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আবার হট অবতারে দেখা গেল মহম্মদ শামির বউ হাসিন জাহানকে। ইন্টারনেটে আবার আগুন লাগালেন তিনি। হাসিনের আকর্ষণীয় শরীর দেখে ঘায়েল হয়ে যাবেন যে কোনও পুরুষ। জাগতে পারে সুপ্ত কামনা বাসনা। তবে প্রশ্ন হচ্ছে হঠাৎ এমন ভিডিও কেন দিলেন তিনি? অনেকেই মনে করছেন দুদিন আগে প্রীতি জিন্টার সঙ্গে শামির একটি ছবি ভাইরাল হওয়ার পর নানা মহলে নানা আলোচনা হচ্ছিল।
সুইমিং পুলে আগুনে ভিডিও হাসিনের
সুইমিং পুলে আগুনে ভিডিও হাসিনের
advertisement

তার জবাব দিতেই হয়তো এমন পুলে স্নান করার ভিডিও দিয়েছেন হাসিন। জলে ভেজা গা, চুল থেকে ঝরছে জল। সুইমিং পুলের পাশে বসেই নাচ শুরু হাসিনের, এরপর জলে ঝাঁপ দিয়েও লাফালাফি চলল পুরোদমে। হাসিনের এমন কীর্তি দেখে কটাক্ষ করতে ছাড়েনি নেটিজেনরা। বরের সঙ্গে প্রায় দেখাদেখি নেই হাসিনের!

দুজনের সম্পর্কের তিক্ততা কারুর অজানা নয়। থানা-পুলিশ থেকে আদালত পর্যন্ত গড়িয়েছে মামলা। কিন্তু এখনও পর্যন্ত আইনি বিচ্ছেদ হয়নি দুজনের। ইনস্টাগ্রামে বেজায় অ্যাক্টিভ হাসিন, সাহসী অবতারে নিজেকে মেলে ধরতে পিছপা হন না তিনি। ফের একবার স্নানপোশাকে জলকেলির ভিডিয়ো ও ছবি পোস্ট করে ভাইরাল হাসিন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

নীল রঙা শরীরচাপা সুইমস্যুটে ভোজপুরী গানে নাচলেন হাসিন। যাকে দেখানোর জন্য আসলে তিনি এই ভিডিও করেছেন সেই মহম্মদ শামি দেখেছেন কিনা কেউ জানে না। আর হাসিনের জীবনে নতুন কোনও পুরুষের আগমন ঘটেছে কিনা সেটাও জানা নেই।

বাংলা খবর/ খবর/খেলা/
Hasin Jahan: স্নানের পোশাকে পুল ডান্স হাসিন জাহানের! হট অবতারে ফের ভাইরাল শামির বউ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল