তার জবাব দিতেই হয়তো এমন পুলে স্নান করার ভিডিও দিয়েছেন হাসিন। জলে ভেজা গা, চুল থেকে ঝরছে জল। সুইমিং পুলের পাশে বসেই নাচ শুরু হাসিনের, এরপর জলে ঝাঁপ দিয়েও লাফালাফি চলল পুরোদমে। হাসিনের এমন কীর্তি দেখে কটাক্ষ করতে ছাড়েনি নেটিজেনরা। বরের সঙ্গে প্রায় দেখাদেখি নেই হাসিনের!
দুজনের সম্পর্কের তিক্ততা কারুর অজানা নয়। থানা-পুলিশ থেকে আদালত পর্যন্ত গড়িয়েছে মামলা। কিন্তু এখনও পর্যন্ত আইনি বিচ্ছেদ হয়নি দুজনের। ইনস্টাগ্রামে বেজায় অ্যাক্টিভ হাসিন, সাহসী অবতারে নিজেকে মেলে ধরতে পিছপা হন না তিনি। ফের একবার স্নানপোশাকে জলকেলির ভিডিয়ো ও ছবি পোস্ট করে ভাইরাল হাসিন।
নীল রঙা শরীরচাপা সুইমস্যুটে ভোজপুরী গানে নাচলেন হাসিন। যাকে দেখানোর জন্য আসলে তিনি এই ভিডিও করেছেন সেই মহম্মদ শামি দেখেছেন কিনা কেউ জানে না। আর হাসিনের জীবনে নতুন কোনও পুরুষের আগমন ঘটেছে কিনা সেটাও জানা নেই।