TRENDING:

Harmanpreet Kaur: বাংলাদেশে মাথা গরমের শাস্তি! ২ ম্যাচ নির্বাসিত এবং ডিমেরিট পয়েন্ট পাচ্ছেন হরমন

Last Updated:

চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের দুটি ম্যাচে নিয়মিত অধিনায়ক হারমানপ্রীতকে ছাড়াই খেলতে হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: এমনটা হবে আশঙ্কা ছিল। বাংলাদেশে যা করে এসেছেন ভারতের মহিলা অধিনায়ক তাতে দেশের নাম ডুবিয়েছেন তিনি। মুহূর্তের মাথা গরম করায় শাস্তি পেতে চলেছেন হরমন। যার ফলে এশিয়ান গেমসে ক্ষতি হবে ভারতের। ২২ জুলাইয়ের ম্যাচে দুটি আচরণবিধি ভেঙেছেন ভারতীয় অধিনায়ক। প্রথমে আউট হওয়ার সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ক্ষুব্ধ হয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন, আম্পায়ারকে কিছু একটা বলতে বলতে ছেড়ে যান মাঠ।
বড় শাস্তি পাচ্ছেন হরমনপ্রীত
বড় শাস্তি পাচ্ছেন হরমনপ্রীত
advertisement

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওই ম্যাচের আম্পায়ারিংকে ‘প্যাথেটিক’ বলেছেন তিনি। স্টাম্প ভাঙা ও আম্পায়ারিংয়ের সমালোচনা করায় হারমানপ্রীতকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ৪টি। ৫০ শতাংশ জরিমানা ও ৩টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙায়। বাকি ২৫ শতাংশ জরিমানা ও ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে আম্পায়ারিংয়ের সমালোচনা করায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আইসিসির আচরণবিধির লেভেল–২ পর্যায়ের অপরাধ। এর আগে কোনো নারী ক্রিকেটারই এই পর্যায়ের অপরাধ করেননি। এ ছাড়া ম্যাচের পর বাংলাদেশ নারী ক্রিকেটারদের সঙ্গে তাঁর আচরণও ছিল দৃষ্টিকটু। একটি টেস্ট কিংবা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন অভিযুক্ত খেলোয়াড়। অর্থাৎ এ বছরের সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের দুটি ম্যাচে নিয়মিত অধিনায়ক হারমানপ্রীতকে ছাড়াই খেলতে হবে ভারতীয়দের।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Harmanpreet Kaur: বাংলাদেশে মাথা গরমের শাস্তি! ২ ম্যাচ নির্বাসিত এবং ডিমেরিট পয়েন্ট পাচ্ছেন হরমন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল