যদিও এই সিরিজে নেই হার্দিক পান্ডিয়া। তবে বিসিসিআই সূত্রে খবর শ্রীলঙ্কার বিরুদ্ধে পাওয়া যাবে তাকে। হার্দিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন তার জীবনে ভারতের জার্সির থেকে মূল্যবান কিছু নেই। আইপিএলের হাত ধরে উঠলেও, টিম ইন্ডিয়ার জার্সি তাকে যে সম্মান দিয়েছে, তার তুলনা অন্য কিছুর সঙ্গে সম্ভব নয়। তিনি আশাবাদী বছর শেষে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে দলে জায়গা ফিরে পাবেন তিনি।
advertisement
বাড়িতে জিম শুরু করা ছাড়াও নেট সেশন করছেন দুবেলা। বোলিং শুরু করেছেন। কোমরের অবস্থা আগের থেকে অনেক ভাল। দলে তার প্রয়োজনীয়তা অলরাউন্ডার হিসেবে। ভেঙ্কটেশ আইয়ারকে তৈরি করার চেষ্টা করছে ভারত। শার্দুল ঠাকুর এবং দীপক চাহার আছেন লড়াইতে। হার্দিক জানেন নিজের ক্ষমতায় ফের জায়গা ফিরে পেতে হবে। তাই পরিশ্রম ছাড়ছেন না।
তিনি আশাবাদী খুব তাড়াতাড়ি নিজের লক্ষ্যে সফল হবেন। আইপিএল তার কাছে প্রস্তুতি মঞ্চ জাতীয় দলে ফেরার। বড় মঞ্চে তার নেতৃত্বের দক্ষতা দেখানোর জন্য মুখিয়ে আছেন হার্দিক পান্ডিয়া। এমনই মনে করছেন আইপিএলের নতুন দল আহমেদাবাদের মেন্টর তথা ব্যাটিং কোচ গ্যারি কার্স্টেন।
বিশ্বকাপজয়ী ভারতের প্রাক্তন কোচের বক্তব্য হার্দিকের মত তরুণ ও নতুন অধিনায়ক দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আইপিএলে এবছর থেকে অংশগ্রহণ করছে নতুন দল আহমেদাবাদ। দলের অধিনায়ক করা হয়েছে জনপ্রিয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে, যিনি এতবছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই খেলে এসেছেন। দলকে নেতৃত্ব দেওয়ার জন্যই ১৫ কোটি টাকা দিয়ে পান্ডিয়াকে কেনে সিভিসি ক্যাপিটালের মালিকানাধীন আহমেদাবাদ দল।
দলের মেন্টর গ্যারি কার্স্টেন সম্প্রতি স্টার স্পোর্টস চ্যানেলে ' আইপিএল : সিলেকশন ডে' শীর্ষক অনুষ্ঠানে বলেন, নতুন ও তরুণ অধিনায়ক হার্দিকের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। আমার মনে হয় এই স্তরে অধিনায়ক হিসেবে সে কি পারে তা দেখানোর জন্য উদ্বুদ্ধ হয়ে আছে ও।
সে একজন বড়মাপের খেলোয়াড়। আমার মনে হয় সে এই টুর্নামেন্টের গুরুত্ব ভালোভাবেই বোঝে। দলকে নেতৃত্ব দেওয়ার জন্য, নিজের অবদান দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছে হার্দিক পান্ডিয়া। এই টুর্নামেন্টে ভাল প্রদর্শন করার জন্য উদ্বুদ্ধ তার মত উচ্চমানের দক্ষ খেলোয়াড়কে পাওয়া আমাদের জন্য সত্যিই দারুন ব্যাপার।
আহমেদাবাদ হার্দিকের পাশাপাশি আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান ও উদীয়মান ব্যাটার শুভমন গিলকে দলে নিয়েছে। হার্দিক পান্ডিয়া জানেন তার ভবিষ্যত শেষ এমন বলছেন অনেকে। কিন্তু মুখে নয়, যাবতীয় জবাব দিতে চান ২২ গজে। সেভাবেই নিজের মনকে শক্ত করছেন।