মেগা ম্যাচে আগে পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেম হার্দিক পান্ডিয়া। ওমান ম্যাচে ব্যাটিংয়ে রান না পেলেও দুরন্ত বোলিং ও ফিল্ডি করেছেন তারকা অলরাউন্ডার। বাউন্ডারি লাইনে একটি অবিশ্বাস্য ক্যাচ ধরেন পান্ডিয়া। ম্যাচ শেষে ড্রেসিং রুমে তাঁকে দলের তরফ থেকে ইমপ্যাক্ট প্লেয়ারের অ্যাওয়ার্ড দেওয়া হয়। তখনও পাক ম্যাচ নিয়ে প্রতিক্রিয়া দেন হার্দিক।
advertisement
ভারতীয় তারকার কাছে পাকিস্তান ম্যাচ আর পাঁচটা সাধারণ ম্যাচের মতই। নিজেদের সেরাটা দিয়ে জেতাই লক্ষ্য। হার্দিক পান্ডিয়া ড্রেসিং রুমে সকলের সামনে বলেন, “আজকের ম্যাচটি (ওমানের বিরুদ্ধে) দারুন ছিল। ধন্যবাদ, গৌতম স্যার। আজকের ইংপ্যাক্ট প্লেয়ার হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য। এটি গর্ব এবং সম্মানের”
আরও পড়ুনঃ এশিয়া কাপের মাঝেই ভারতীয় দলে ধাক্কা! সামনে গুরুত্বপূর্ণ একাধিক ম্যাচে খেলবেন না মহাতারকা! বড় আপডেট
এরপর ভারতীয় তারকা অলরাউন্ডার বলেন, “আমি মনে করি আজ (ওমান ম্যাচে) আমাদের দলগতভাবে খুব ভালো খেলা হয়েছে। আমরা দলে একাধিক পরীক্ষা করেছিলাম। গরম ছিল, কিন্তু একই সঙ্গে, সবাই এসে তাদের ভূমিকা পালন করেছে। ২১ তারিখ, এটি কেবল আরেকটি খেলা মাত্র (পাকিস্তানের বিরুদ্ধে); চলো ম্যাচটি যখন হবে তখনই খেলব, সেরাটা দেব, তার আগে নয়”।
