ক্রিকেট বদলে দিয়েছে হার্দিকের ভাগ্য। এখন দিন বদলে গিয়েছে তাঁর। সুদিনের আলো এখন ভালমতো গায়ে মাখছেন তিনি। ছোট বেলার সব অপ্রাপ্তি, আক্ষেপ দূর করছেন। আর এই সময় তিনি হয়ে উঠেছেন বিলাসী।
হার্দিকের ঘড়িপ্রেম অনেকেরই জানা। বিশ্বের দামী সব ঘড়ির সংগ্রহ আছে তাঁর। সম্প্রতি তাঁর হাতে দেখা গিয়েছে রিচার্ড মিলের একটি বিশেষ সংস্করণের ঘড়ি-আরএম ২৭-০৪। সেই ঘড়ির মূল্য শুনলে অবাক হতেই হবেন।
advertisement
সুইজারল্যান্ডের বিলাসবহুল ঘড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান রিচার্ড মিলের তৈরি করা ওই মডেলের ঘড়ি গোটা পৃথিবীতে আছে মাত্র ৫০টি। একটির দাম প্রায় ২০ কোটি টাকা।
আরও পড়ুন- হাসপাতালে রোহিত শর্মা, মাঝরাতে কী হল ভারতীয় ক্যাপ্টেনের! ওজন কমিয়ে বাড়ল বিপদ!
অবাক করা বিষয় হল, হার্দিকের এই ঘড়ির মূল্য এশিয়া কাপের মোট প্রাইজমানি থেকেও বেশি! আর সেই ঘড়ির দাম এশিয়া কাপে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানির আট গুণ! আরব আমিশাহিরাতে এশিয়া কাপ ক্রিকেট শুরু হয়েচে। আটটি দল লড়বে একটি ট্রফির জন্য। টাকার হিসাবে যে ট্রফি জিতে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি পাবে তিন কোটি ৬৪ লাখ টাকা। রানার্স দল পাবে প্রায় এক কোটি ৮০ লাখ টাকা।
ভারতের অন্যতম সেরা অলরাউন্ডারের হাতে এর আগে দেখা গেছে রিচার্ড মিলের আরেকটি মডেল আরএম ২৭-০২—সেটির দাম ছিল প্রায় ৯ কোটি টাকা। বিলাসবহুল পণ্য ব্যবহার করার ব্যাপারে পান্ডিয়ার ধারে-কাছে কেউ নেই। ফ্যাশন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন পান্ডিয়া।