TRENDING:

সুখের সংসারে ভাঙন, পান্ডিয়া-নাতাশার বিয়ে ভাঙছে! বউয়ের সঙ্গে চলে যাবে সম্পত্তিও!

Last Updated:

Hardik Pandya Natasa Stankovic divorce rumor: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার বিবাহবিচ্ছেদের গুঞ্জন কি তবে সত্যি! তিনি ক্যাপ্টেন হওয়ার পর দলের খারাপ পারফরম্যান্স। এবার তাঁর ঘর ভাঙতে চলেছে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার! একে তো আইপিএলে চূড়ান্ত ব্যর্থতা, এবার সাংসারিক জীবনেও অশান্তির শেষ নেই!
advertisement

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার বিবাহবিচ্ছেদের গুঞ্জন কি তবে সত্যি! তিনি ক্যাপ্টেন হওয়ার পর দলের খারাপ পারফরম্যান্স। এবার তাঁর ঘর ভাঙতে চলেছে!

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পান্ডিয়া এবং তার স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ বিবাহবিচ্ছেদ করতে চলেছেন। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও তথ্য প্রকাশ করা হয়নি এখনও।

আরও পড়ুন- নতুন ভূমিকায় ফিরছেন IPL-এ অবসর নেওয়া তারকা ক্রিকেটার, বিশ্বকাপেই ফেরার সম্ভাবনা

advertisement

খবরে বলা হয়েছে, পান্ডিয়ার সম্পত্তির ৭০ শতাংশ পাবেন নাতাশা। পান্ডিয়া বা নাতাশার পক্ষ থেকে বিবাহ বিচ্ছেদের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি এখনও। তবে শেষ পর্যন্ত বিয়ে ভাঙলে পান্ডিয়া তাঁর সম্পত্তির একটা বড় অংশ খোয়াতে পারেন।

পান্ডিয়া ও নাতাশাকে অনেকদিন একসঙ্গে দেখা যায়নি। তাঁরা দুজনই ১৪ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে শেষবার একটি ছবি শেয়ার করেছিলেন। তবে এর পর একটি অনুষ্ঠানের ভিডিওতে দুজনকে একসঙ্গে দেখা যায়।

advertisement

রিপোর্ট অনুযায়ী, পান্ডিয়াকে তাঁর সম্পত্তির ৭০ শতাংশ দিতে হবে নাতাশাকে। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে অনেক পোস্ট শেয়ার করা হয়েছে। পান্ডিয়া কয়েকশো কোটি টাকার সম্পত্তির মালিক। আইপিএলের জন্য প্রাপ্ত ম্যাচ ফি ছাড়াও আরও অনেক উপায়ে উপার্জন করেন তিনি।

পান্ডিয়া আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হন এবার। তিনি দল থেকে পারিশ্রমিক হিসেবে পান ১৫ কোটি টাকা। তিনি আগে গুজরাত টাইটান্সের ক্যাপ্টেন ছিলেন।

advertisement

—- Polls module would be displayed here —-

আরও পড়ুন- ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, শুক্রবার খেলা না হলে কে যাবে ফাইনালে? রয়েছে নিয়ম

গুজরাত  পান্ডিয়াকে একই পরিমাণ টাকা দিত। এর পাশাপাশি তিনি ভারতীয় ক্রিকেট দলের ম্যাচ ফিও পান। পান্ডিয়ার আয় কোটি টাকার উপর। এর সাথে তারা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেও আয় হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেবী অংশ নেন 'প্রতিযোগিতায়'! কার নিরঞ্জন আগে হবে, ঠিক করে ফলাফল! পুরোটা জানুন
আরও দেখুন

মুম্বাইয়ে একটি অ্যাপার্টমেন্ট নিয়েছেন হার্দিক পান্ডিয়া। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তিনি ৩০ কোটি টাকায় বাড়িটি কিনেছিলেন। এর পাশাপাশি ভাদোদরায় তাঁর একটি পেন্টহাউস রয়েছে। সেটির দামও কোটি টাকা। তবে ডিভোর্সের পর পান্ডিয়ার অবস্থা আরও খারাপ হতে পারে।

বাংলা খবর/ খবর/খেলা/
সুখের সংসারে ভাঙন, পান্ডিয়া-নাতাশার বিয়ে ভাঙছে! বউয়ের সঙ্গে চলে যাবে সম্পত্তিও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল