আসলে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি ছবি ভাগ করে নিয়ে নাতাশা লিখেছেন যে, “আপনার কাছে কিংবা একজন ব্যক্তি হিসেবে শয়তানকে মিথ্যা বলতে দেবেন না। তাঁকে আপনার মূল্য এবং মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলতে দেবেন না। আপনি একজন দুর্দান্ত মানুষ, যাঁকে একটা উদ্দেশ্য নিয়ে ঈশ্বর পৃথিবীতে পাঠিয়েছেন। তাঁকে বিশ্বাস করুন এবং জেনে রাখুন যে, ঈশ্বর আপনাকে ভালবাসেন। ঈশ্বর কখনও আপনাকে ছেড়ে যাবে না। বিশ্বাস নিয়ে হাঁটতে থাকুন। আর ভালবাসা এবং আশার কথা বলতে ভুললে চলবে না। শয়তান আপনাকে স্পর্শও করতে পারবেন না। দিনটা আপনার ভাল কাটুক।”
advertisement
গত বছর আলাদা হয়েছিলেন এই তারকা দম্পতি:
ক্রিকেটার স্বামী হার্দিক পান্ডিয়ার থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নাতাশা। তাঁর এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসে প্রায় ১ বছর পরে। ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন হার্দিক আর নাতাশা। সেই বিয়ের আসরে উপস্থিত হয়েছিলেন এই দম্পতির পরিবারের সদস্যরাই। এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে হিন্দু এবং খ্রিস্টান রীতি মেনে আরও একবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নাতাশা আর হার্দিক। কিন্তু গত বছরেই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।
পুত্রের সঙ্গে সার্বিয়া পাড়ি অভিনেত্রীর:
প্রাক্তন স্বামী হার্দিক পান্ডিয়ার সঙ্গে সংসার ভাঙার পরের জীবন নিয়ে গত বছরের নভেম্বর মাসেই মুখ খুলেছিলেন নাতাশা স্টানকোভিচ। ETimes-এর কাছে এই অভিনেত্রী জানিয়েছিলেন যে, পুত্রসন্তানের কারণে হার্দিক পান্ডিয়া এখনও তাঁর পরিবার। নাতাশার কথায়, ‘‘আমরা অর্থাৎ আমি আর হার্দিক এখনও পরিবার। আমাদের একটা সন্তান রয়েছে। আর সেই সন্তানটি আমাদের সব সময় পরিবার হিসেবে বেঁধে রেখেছে। আর আমি এটা করিনি, কারণ বাবা-মা দু’জনকেই একসঙ্গে পাওয়ার অধিকার রয়েছে অগস্ত্যর। প্রায় ১০ বছর ধরে আমি ভারতে রয়েছি। আর প্রত্যেক বছর একই সময়ে আমি সার্বিয়া যাই।’’