কেন শাস্তি পেতে হল হার্দিককে। জানা গিয়েছে আইপিএলের এই মরসুমে তিনটি ম্যাচে খারাপ ওভার রেট ছিল মুম্বই ইন্ডিয়ান্সের তাই শাস্তির কোপে পড়তে হল হার্দিক পান্ডিয়াকে। তাঁকে শুধু এক ম্যাচ সাসপেন্ড নয়, ৩০ লক্ষ টাকা আর্থিক জরিমানাও করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে ঋষভ পন্থকে খরাপ ওভার রেটের জন্য সাসপেন্ড করা হয়েছিল। হার্দিক পান্ডিয়া ছাড়া ইমপ্যাক্ট প্লেয়ার-সহ বাকি খেলোয়ারদের ১২ লক্ষ টাকা বা ম্যাচ ফির ৫০ শতাংশ আর্থিক জরিমানা করা হয়েছে।
advertisement
এই বছর মুম্বইয়ের আর কোনও ম্যাচ নেই। শুক্রবার লখনউয়ের বিরুদ্ধে তাঁরা শেষ ম্যাচ খেলে নিয়েছে। ২০২৫ সালে আইপিএলে মেগা নিলাম হবে, সেই আইপিএলের প্রথম ম্যাচে খেলতে পারবেন না হার্দিক। তবে, তিনি সামনে বছর মুম্বইতে না থাকলে অন্য দলের হয়েই প্রথম ম্যাচে ডাগ আউটে থাকতে হবে হার্দিককে।
চলতি মরসুমে হার্দিকের জীবনে অন্যতম খারাপ মরসুম বলাই যায়। ১৪টি ম্যাচ খেলে তিনি মাত্র ২১৮ রান করেছেন এই আইপিএলে, গড় ১৮-র কম। অধিনায়ক হিসাবে ১৪টি ম্যাচে মাত্র ৪টে ম্যাচ জিতেছে মুম্বই, শেষ করেছে ১০ নম্বরে।