আরও পড়ুন-তারিখ ঠিক, বিলি হয়েছে কার্ডও! বিয়ের এক দিন আগে ২ লাখ টাকা হাতিয়ে পালাল পাত্রী!
ট্যুইটারে এদিন হরভজন লেখেন, ‘‘সব ভাল জিনিসেরই একদিন শেষ হয়। আজ আমি এমন একটা খেলাকে বিদায় জানাচ্ছি যা আমার জীবনে সব কিছু দিয়েছে। ২৩ বছরের এই লম্বা যাত্রা যারা সুন্দর এবং স্মরণীয় করে রেখেছেন, তাঁদের প্রত্যেককে অনেক ধন্যবাদ।’’
টেস্টে ভারতের হয়ে ১০৩ ম্যাচে ৪১৭টা উইকেট নিয়েছেন হরভজন ৷ ওয়ান ডে-তে ২৩৬ ম্যাচে ২২৭টি উইকেট ভাজ্জির ঝুলিতে ৷ ১৯৯৮ সালে জাতীয় দলে প্রথম সুযোগ পান হরভজন ৷ ২০১১ ভারতের বিশ্বকাপজয়ী দলেরও অন্যতম সদস্য ছিলেন তিনি ৷
আরও পড়ুন-Viral Video: ঘুড়ি ওড়াতে গিয়ে উড়ে গেলেন ব্যক্তি নিজেই! ভিডিও নিমেষে ভাইরাল
একই সঙ্গে ইউটিউবে এদিন একটি ভিডিও পোস্ট করেছেন হরভজন। সেখানে তিনি বলেন, ‘‘ভারতের জার্সি পরে যখনই খেলতে নেমেছি, তার থেকে বড় অনুপ্রেরণা আর কিছু ছিল না। কিন্তু, একটা সময় আসে যখন জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। জীবনে এগিয়ে যেতে হয়। গত কয়েক বছর ধরেই আমি এই ঘোষণা করতে চাইছিলাম। ভাবছিলাম কবে সেই দিনটা আসবে ৷ আজ আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। হয়তো অনেকদিন আগেই অবসর নিয়েছিলাম। কিন্তু সরকারি ভাবে ঘোষণা করতে পারিনি।”