এদিকে ইতিমধ্যেই পঞ্জাব রাজনীতির আঙিনায় দাপটের সঙ্গে রাজত্ব করেছেন প্রাক্তন ক্রিকেটার নভজোত সিং সিধু৷ দিন কয়েক আগেই পঞ্জাবের কংগ্রেস (Congress) প্রেসিডেন্ট সিধুর সঙ্গে হরভজন সিংয়ের (Harbhajan Singh) একটি ছবি ভাইরাল হয়েছিল৷ ৪১ বছরের টার্বোনেটর ৭১১ উইকেটের মালিক৷ এবার নতুন পিচে কেমন বোলিং করেন সেটাই দেখার৷
আরও পড়ুন - Viral: কলকাতার রাস্তায় চুটিয়ে প্রেম, রাস্তাতেই Kiss-এ মাতোয়ারা Leander-Kim, ছবি ভাইরাল
advertisement
এদিকে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান হরভজন সিং (Harbhajan Singh Retierment)। আজ, শুক্রবার সোশ্যাল মিডিয়া মারফত ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন তিনি। চলতি বছরের আইপিএলের প্রথমার্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কয়েকটি ম্যাচে খেললেও দ্বিতীয়ার্ধে আর কোনও ম্যাচেই সুযোগ পাননি হরভজন (Harbhajan Singh)। শেষপর্যন্ত ক্রিকেটকে বিদায় জানানোরই সিদ্ধান্ত নিলেন ‘দ্য টার্বোনেটর’ (Harbhajan Singh Retirement) ৷
ট্যুইটারে এদিন হরভজন (Harbhajan Singh) লেখেন, ‘‘সব ভাল জিনিসেরই একদিন শেষ হয়। আজ আমি এমন একটা খেলাকে বিদায় জানাচ্ছি যা আমার জীবনে সব কিছু দিয়েছে। ২৩ বছরের এই লম্বা যাত্রা যারা সুন্দর এবং স্মরণীয় করে রেখেছেন, তাঁদের প্রত্যেককে অনেক ধন্যবাদ।’’
আরও পড়ুন -IPL 2022 Mega Auction: কখনও Gossip, কখনও Cricket, আইপিএলে কোন দলে খেলতে চান Subhman Gill
টেস্টে ভারতের হয়ে ১০৩ ম্যাচে ৪১৭টা উইকেট নিয়েছেন হরভজন ৷ ওয়ান ডে-তে ২৩৬ ম্যাচে ২২৭টি উইকেট ভাজ্জির ঝুলিতে ৷ ১৯৯৮ সালে জাতীয় দলে প্রথম সুযোগ পান হরভজন ৷ ২০১১ ভারতের বিশ্বকাপজয়ী দলেরও অন্যতম সদস্য ছিলেন তিনি ৷
একই সঙ্গে ইউটিউবে এদিন একটি ভিডিও পোস্ট করেছেন হরভজন (Harbhajan Singh Retierment)। সেখানে তিনি বলেন, ‘‘ভারতের জার্সি পরে যখনই খেলতে নেমেছি, তার থেকে বড় অনুপ্রেরণা আর কিছু ছিল না। কিন্তু, একটা সময় আসে যখন জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। জীবনে এগিয়ে যেতে হয়। গত কয়েক বছর ধরেই আমি এই ঘোষণা করতে চাইছিলাম। ভাবছিলাম কবে সেই দিনটা আসবে ৷ আজ আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। হয়তো অনেকদিন আগেই অবসর নিয়েছিলাম। কিন্তু সরকারি ভাবে ঘোষণা করতে পারিনি।”