অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে শুরু হওয়া লেজেন্ডস লিগ ক্রিকেটে অংশ নিচ্ছেন প্রাক্তন ভারতীয় তারকা অফ স্পিনার হরভজন সিং। সেখানেই ইন্ডিয়া মহারাজাস বনাম ওয়ার্ল্ড জায়ান্টসের ম্যাচে অনবদ্য বোলিং করলেন ভাজ্জি। প্রাক্তন ক্যারেবিয়ান ক্রিকেটার ইউনিভার্সাল বস ক্রিস গেইলকে যেভাবে বোল্ড করেছন হরভজন তা মনে করায় শেন ওয়ার্নের শতাব্দীর সেরা ডেলিভারিকে। ম্যাচের তৃতীয় ওভারে বল করতে এসে প্রথম দুটি বল ওয়াইড করেন। তারপর সাইড পরিবর্তন করে রাউন্ড দি উইকেট বল করতে আসেন। আর তখনও ম্যাজিক দেখায় ভাজ্জির হাত।
advertisement
ক্রিস গেইলকে তৃতীয় বলটাও লেগ স্ট্যাম্পের বাইরে করেন হরভজন সিং। গেইল ওয়াইড ভেবে েই বল ছেড়ে দেনষ কিন্তু বলটি অবিশ্বাস্যভাবে এক হাত ঘুড়ে গেইলের পায়ের পিছন দিক থেকে ঢুকে তাঁর লেগ স্ট্যাম্প উড়িয়ে দেয়। যা দেখে হতবাক হয়ে যান উইকেটরক্ষক রবীন উথাপ্পা। প্রাথমিকভাবে হরভজন সিং ও ক্রিস গেইল দুজনেই কিছু বুঝতে পারেননি। ভাজ্জি বিশ্বাস করতে পারছিলেন না তিনি উইকেটটা পেয়েছেন। আর এই অবিশ্বাস ডেলিভারি এখন নেট দুনিয়ায় ভাইরাল।
প্রসঙ্গত, যদিও ম্যাচে ওয়ার্ল্ড জায়ান্টসের কাছে হেরে যায় গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন ইন্ডিয়া মহারাজাস। ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬৬ রান করে ওয়ার্ল্ড জায়ান্টস। জবাবে রুদ্ধশ্বাস ম্যাচে ১৬৪ রানে থামে ভারতীয় প্রাক্তনীদের নিয়ে গড়া দল। ২ রানে ম্যাচ জেতে ওয়ার্ল্ড জায়ান্টস। তবে ম্যাচের রেজাল্ট যাই হোক না আলোচনার কেন্দ্রবিন্দ্ুতে হকভজন সিংয়ের ক্রিস গেইলকে আউট করা সেই অবিশ্বাস্য ডেলিভারি।