ঘটনার নিন্দা করার পাশাপাশি দ্রুত বিচারের আর্জি জানিয়েছেন হরভজন সিং। সাত দিনের বেশি সময় অতিক্রান্ত হলেও কেন এখনও বিচার হল না তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারকা অফ স্পিনার। আরজি কর কাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং সিবিআইকে চিঠি লিখেছেন ভাজ্জি। দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার দাবি জানিয়েছেন আপ সাংসদ।
নিজের ইনস্টাগ্রামে খোলা চিঠিতে হরভজন সিং লিখেছেন,”মেডিক্যাল কলেজের মত জায়গায় যেখানে মানুষের প্রাণ বাঁচানো হয়, সেখানে কেন নিরাপদ থাকবেন না একজন মহিলা ডাক্তার। প্রশাসন কেন তাদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারল না? পরিস্থিতি এমন হলে কীভাবে ডাক্তাররা সাধারণ মানুষের প্রাণ বাঁচাবেন? ঘটনার দ্রুত বিচার চাই।”
advertisement
আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, কোন প্রাণীর ঘামের রং গোলাপি? উত্তর অজানা ৯৯ শতাংশের
প্রসঙ্গত, শুধু হরভজন সিং নয়। আরজি করের ঘটনা নিয়ে সরব হয়েছেন জশপ্রীত বুমরাহ, ঋদ্ধিমান সাহা, মহম্মদ সিরাজ সহ একাধিক বর্তমান ও প্রাক্তন ক্রীড়া ব্যক্তিত্বরা। সকলের একটাই দাবি। দ্রুত বিচার হোক আরজি কর কাণ্ডের। কঠোরতম শাস্তি পাক ঘটনায় মূল দোষী বা দোষীরা।