সুরেশ রায়না তার ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ধোনির বার্থডে স্পেশাল ভিডিও পোস্ট করেছেন৷ তার পাশাপাশি তিনি এক বিশেষ বার্তাও দিয়েছিলেন৷
আরও পড়ুন – India vs Pakistan: এশিয়া কাপ-বিশ্বকাপ নয়, তার আগেই ভারত বনাম পাকিস্তান মেগা ম্যাচ
তিনি সেই পোস্টে লিখেছেন, “আমার বড় ভাই এমএস ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা, পিচে একসঙ্গে সময় কাটানো থেকে শুরু করে আমাদের স্বপ্ন পূরণ পর্যন্ত, আমরা যে বন্ধন তৈরি করেছি তা কখনো ভাঙা যাবে না। বন্ধু এবং নেতা হওয়ার শক্তি আপনার আছে। তিনি আমাকে জীবনে অনেক পথ দেখিয়েছেন। আপনি অনেক উপভোগ করুন, খুব সফল হন এবং সুস্বাস্থ্য পান। এইভাবে নেতৃত্ব দিন, জ্বলতে থাকুন এবং সর্বত্র আপনার জাদু ছড়িয়ে দিন।’’
advertisement
দেখে নিন রায়নার পোস্ট করা সেই স্পেশাল ভিডিও
চেন্নাই সুপার কিংসের আরও এক তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজাও ধোনিকে শুভেচ্ছা জানিয়েছেন। জাদ্দু তাঁর অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে লিখেছেন, “আমি ২০০৯ সাল থেকে আপনার সঙ্গে আছি এবং সবসময় থাকব। শুভ জন্মদিন মাহি ভাই। শীঘ্রই দেখা হবে হলুদ জার্সিতে।’’
মুম্বই ইন্ডিয়ান্সের তিলক ভার্মাও ধোনিকে অভিনন্দন জানিয়েছেন। তিলক লিখেছেন, ‘‘মাহি ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। আপনার সঙ্গে হাওয়া কথোপকথন আমার মনে আছে, আপনাকে আগামী শুভেচ্ছা৷’’
এমএস ধোনিকে তাঁর দক্ষিণী ভক্তরা দারুণ উপহার দিয়েছেন৷ হায়দরাবাদে মাহির ৫২ ফুট কাট আউট তৈরি করেছেন৷ এ ছাড়া অন্ধ্রপ্রদেশে ফ্যানরা মাহির ৭৭ ফুট বানানো হয়, যা এখনও অবধি ভারতে বানানো কোনও ক্রিকেটারের সবচেয়ে বড় কাটআউট৷