ম্যাচের পর ট্যুইট করে হনুমা বিহারী লেখেন,”বাংলার বিরুদ্ধে ম্যাচে দলের ১৭ নম্বর খেলোয়ারের বিরুদ্ধে চিৎকার করেছিলাম। যেই ভাষা প্রয়োগ করেছিলাম তা খেলার মাঠে খুবই প্রচলিত। কিন্তু ওই খোলেয়ার একজন রাজনৈতিক নেতার পুত্র। সে তার বাবাকে গিয়ে বলে। বাংলার বিরুদ্ধে ৪১০ রান তাড়া করে ম্যাচ জেতর পরও আমাকে অধিনায়ক থেকে পদত্যাগ করতে বলা হয়। সেই সময় অপমানিত বোধ করেছিলাম। কোনও কিছু না বলে অধিনায়কত্ব ছেড়েছিলাম।”
advertisement
কেন সেই সময় মুখ খোলেননি হনুমা সেই বিষয়েও মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেটার। হনুমা বিহারী বলেন,”আমি অধিনায়কত্ব ছাড়ার পরও খেলা চালিয়ে গিয়েছি কারণ এই খেলাটা ভালবাসি ও সম্মান করি। তবে আমাদের সংস্থা বিশ্বাস করে তারা যা বলবে সেটাই ক্রিকেটারেরা মেনে চলবে। ওদের জন্য ক্রিকেটারেরা রয়েছে। তাই আজকের পর আমি আর অন্ধ্রপ্রদেশের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছি।”
আরও পড়ুনঃ Ind vs Eng: তরুণদের সাফল্যে উচ্ছ্বসিত! ভারতের জয়ে কোহলি দিলেন ‘বিরাট’ বার্তা
প্রসঙ্গত, গত বছর রঞ্জিতে চোট নিয়ে দলের জন্য যে বলিদান দিয়েছিলেন হনুমা বিহারী তা সকলের স্মরণে রয়েছে। দলকে বাঁচাতে বাঁ হাতে ব্যাট করেছিলেন। তাও আবার একহাতে। এহেন ক্রিকেটারের সঙ্গে এমন ব্যবহার মেনে নিতে পারছেন না ফ্যানেরা। সোশ্যা মিডিয়ায় হনুমার পোস্টে সকলেই ক্ষোভ উগরে দিয়েছেন।