ফিরিয়ে দিলেন রশিদ। ক্যাচ ধরলেন সেই ঋদ্ধিমান। কিন্তু ঋতুরাজ দুর্দান্ত খেলা চালিয়ে গেলেন। ২৩ বলে অর্ধশতরান পূর্ণ করে ফেললেন। আলজারি
জোসেফকে এক ওভারে তিনটে ছক্কা হাঁকান। প্রথম থেকেই তার ব্যাটিং ছিল মন্ত্রমুগ্ধ করে রাখার মতো। ঋতুরাজের রাজকীয় ব্যাটিংয়ে ১১ ওভারেই ১০০ তুলে নিল চেন্নাই।
সত্যি কথা বলতে এদিন ঋতুরাজকে থামানোর মত বোলার খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর রাইডু (১২) ফিরে গেলেন। এলেন শিবম দুবে। কিন্তু তিনি একেবারেই টাইমিং করতে পারছিলেন না। চেন্নাইয়ের রান তোলার গতি অনেকটা কমে গেল। জোসেফ ফিরিয়ে দিলেন ঋতুরাজকে। হাই ফুল টসে ৯২ করে শুভমনের হাতে ধরা পড়লেন তিনি। রবীন্দ্র জাদেজা ফিরে গেলেন এক রান করে। ৮ নম্বরে নামলেন ধোনি। দুবে আউট হলেন ১৯ করে। শেষদিকে ধোনি একটি ওভার বাউন্ডারি এবং বাউন্ডারি মারলেন।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 31, 2023 9:35 PM IST