TRENDING:

ইডেনেই হোঁচট খেল নাইটদের অশ্বমেধের ঘোড়া

Last Updated:

কলকাতা নাইট রাইডার্স :১৫৮/ ৪ ( ২০ ওভার) গুজরাত লায়ন্স ১৬৪/ ৫ ( ১৮ ওভার) ১২ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয়ী গুজরাত লায়ন্স

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা নাইট রাইডার্স :১৫৮/ ৪ ( ২০ ওভার)
advertisement

গুজরাত লায়ন্স ১৬৪/ ৫ ( ১৮ ওভার)

১২ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয়ী গুজরাত লায়ন্স

# কলকাতা:  টানা ম্যাচ জিততে জিততে আচমকা হার কোনও দলেরই ভালো লাগে না ৷ কিন্তু এটাই আইপিএলের মতো টুর্নামেন্টে নিত্য সত্য ৷ যেখানে সাপ-সিঁড়ির খেলা চলতেই থাকে ৷ গত বেশ কয়েকটি ম্যাচ জিতে লিগ টেবলে একেবারে সবার শীর্ষে পৌঁছে গিয়েছিল কেকেআর ৷ কিন্তু রবিবার ঘরের মাঠেই গুজরাত লায়ন্সের বিরুদ্ধে হার হজম করে ফের নিজেদের অস্বস্তি বাড়ালেন গম্ভীররা ৷ প্লে অফে উঠতে নাইটদের দরকার আর মাত্র দু’টো জয় ৷ ঘরের মাঠেই বাকি তিনটি ম্যাচ খেলবে তাঁরা ৷ তবে রবিবারের পুনরাবৃত্তি পরের কোনও ম্যাচে হলেই প্লে অফ যে ফের অনিশ্চিত হয়ে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গম্ভীররা নিজেদের খেলায় এদিন হতাশ ৷  আগের দিন সবুজ উইকেট নিয়ে মোটেই খুশি ছিলেন না অধিকাংশ কেকেআর ব্যাটসম্যানই ৷ কিন্তু এটা যে ১৮০ রানের উইকেট ছিল, সেটা মেনে নিয়েছেন ক্রিকেটাররা ৷ অ্যান্দ্রে রাসেল বলেই ফেললেন, ‘‘ যা রান হয়েছে তা একেবারেই যথেষ্ট ছিল না ৷ এটা তো ১৮০ তোলার উইকেট। পরের ম্যাচে এ রকম রানই তুলতে হবে।” সাংবাদিক সম্মেলনে এসে পীযূষ চাওলাও বলে গেলেন, “উইকেট ভালোই ছিল। তবে ফ্রেশ উইকেট লাগছিল। ওদের বোলাররা এই সুবিধেটা কাজে লাগাল।” অধিনায়ক গৌতম গম্ভীরের মতে, “আরও বুদ্ধি করে ব্যাটিং করা উচিৎ ছিল আমাদের। শুরুর দিকে পরপর উইকেট পড়ে যাওয়াতেই গোলমাল হয়ে গেল।”

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ইডেনেই হোঁচট খেল নাইটদের অশ্বমেধের ঘোড়া