১০-১৫ মিনিট বৃষ্টি হলে প্রায় এক ঘণ্টার বেশি খেলা বন্ধ রাখতে হল। তবে বৃষ্টি রবিবার হয়েছিল মুষলধারায়। সোমবারও যে বৃষ্টির পরিমাণ কম ছিল, তা নয়। তবুও আয়োজক সংস্থার নাম বিসিসিআই। বিশ্বের অন্যতম ধনী ক্রীড়া সংস্থা। তবুও কি না পিচ শুকোতে হল স্পঞ্জ দিয়ে!
আরও পড়ুন- সোমবারও বৃষ্টি নামল আইপিএল ফাইনালে, দ্বিতীয় ইনিংসের ৩ বল খেলার পরই বন্ধ ম্যাচ
advertisement
রবিবার বৃষ্টির জন্য আইপিএল ফাইনাল ভেস্তে যায়। বিসিসিআই তড়িঘড়ি সোমবার রিজার্ভ ডে হিসেবে ঘোষণা করে দেয়। কিন্তু সোমবারও বৃষ্টির জন্য খেলা থমকে যায়। গুজরাত টাইটান্স ব্যাট করে ওঠার পর থেকেই আকাশের মুখ ভার। সিএসকে ব্যাটিংয়ে নামতেই বৃষ্টি।
এর আগেও পিচ শুকোতে হেয়ার ড্রায়ার ব্যবহার করতে দেখা গিয়েছে। তবে আমদাবাদের স্টেডিয়ামের পরিকাঠামো অনেক উন্নত বলে দাবি করা হয়। সেখানে কি না পিচ শুকোতে স্পঞ্জ ব্যবহার করতে হল! আর কয়েক মাস পরই ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তার আগে স্পঞ্জ দিয়ে পিচ শুকনোর ব্যাপারটা ভাল বিজ্ঞাপন হল না বলেই মনে করছেন অনেকে।
আরও পড়ুন- গুজরাতের সুদর্শন চক্রে আইপিএল ফাইনালে রানের পাহাড়ে হার্দিকরা, চাপে চেন্নাই
আসলে পিচের পাশে থাকা কভার সরানোর সময় পিচে জল পড়ে যায়। তখন মাঠকর্মীরা সমস্যায় পড়ে যান। শেষে স্পঞ্জ দিয়ে পিচের জল শুকোনোর চেষ্টা করা হয়। তবে আরও একটি ভিডিওতে দেখা যায়, গ্যালারির ছাদ ফুটো হয়ে জল পড়ছে।