TRENDING:

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বার্কলে, দ্বিতীয়বার আইসিসির চেয়ারম্যান হলেন বিসিসিআইয়ের পছন্দের লোক

Last Updated:

নির্বাচনের আগেই গ্রেগ বার্কলেকে সমর্থন জানিয়েছিল বিসিসিআই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়াী হয়ে দ্বিতীয়বারের জন্য আইসিসির মসনদে বসলেন বার্কলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: আইসিসি চেয়ারম্যান পদের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড যে কোনও প্রার্থী দেবে না তা আগেই জানিয়ে দিয়েছিল। আইসিসির বিদায়ী চেয়ারম্যান গ্রেগ বার্কলেকেই ফের সমর্থন জানিয়েছিল বিসিসিআই। অবশেষে কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিসিসিআইয়ের পছন্দের গ্রেগ বার্কলেই ফের আসীন হলেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির সিংহাসনে।
advertisement

আইসিসির চেয়ারম্যান পদের জন্য গ্রেগ বার্কলের লড়াইটা ছিল মূলত জিম্বাবোয়ের তাওয়েংওয়া মুকুহলানির বিরুদ্ধে। কিন্তু প্রতিপক্ষও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয়। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে দ্বিতীয় মেয়াদের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হন বার্কলে।

ক্রিকেট প্রশাসনে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে গ্রেগ বার্কলের। এর আগে নিউজিল্যান্ড ক্রিকেটের চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের পরিচালক ছিলেন তিনি। ২০২০ সালের নভেম্বরে প্রথমবার আইসিসি চেয়ারম্যান হয়েছিলেন বার্কলে। দ্বিতীয়বার দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন,'আইসিসির চেয়ারম্যান পদে দ্বিতীয় বার নির্বাচিত হতে পেরে সম্মানিত। গোটা বিশ্বে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার জন্য গত দু’বছরে আমরা অনেক কাজ করেছি। আগামি দিনেও তা চালিয়ে যাব।'

advertisement

আরও পড়ুনঃ টি-২০ বিশ্বকাপ ফইনালের আগে আইপিএল নিয়ে প্রশ্ন, পুরো ল্যাজে-গোবরে অবস্থা বাবর আজমের

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অপরদিকে, আইসিসিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। তাকে আইসিসির অর্থ ও বাণিজ্যিক বিষয়ক কমিটির প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই কমিটি সমস্ত প্রধান আর্থিক নীতিগত সিদ্ধান্ত নেয়। সেসব সিদ্ধান্ত আইসিসি-র বোর্ড পরে অনুমোদন দেয়।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বার্কলে, দ্বিতীয়বার আইসিসির চেয়ারম্যান হলেন বিসিসিআইয়ের পছন্দের লোক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল