TRENDING:

সিবিএসসি তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে সুযোগ পেল জেলার পাঁচ প্রতিযোগী

Last Updated:

সিবিএসসি তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে সুযোগ পেল দক্ষিণ দিনাজপুর জেলার পাঁচ প্রতিযোগী। যা অনুষ্ঠিত হবে সিলং এ। যেখানে বিভিন্ন জোন থেকে দক্ষিণ দিনাজপুকিরের টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল থেকে দুজন এবং আত্রেয়ী ডিএভি পাবলিক স্কুল থেকে তিনজন জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর : সিবিএসসি তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে সুযোগ পেল দক্ষিণ দিনাজপুর জেলার পাঁচ প্রতিযোগী। এটি অনুষ্ঠিত হবে শিলং-এ। এই চ্যাম্পিয়নশিপে সিবিএসসি স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে থাকে। দক্ষিণ দিনাজপুর জেলা থেকে স্থান পাওয়া টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল থেকে দুজন এবং আত্রেয়ী ডিএভি পাবলিক স্কুল থেকে তিনজন প্রতিযোগী সুযোগ পেয়েছে। জেলার মোট পাঁচজন প্রতিযোগীকে ঘিরে জেলা ক্রীড়া মহলে শুরু হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।
advertisement

আরও পড়ুন- বেন স্টোকসই কি জাদেজা-সুন্দরের সঙ্গে হাত মেলাতে চাননি? সামনে এল ম্যাচের পর গিলের বিবৃতি

তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক দিবাকর মন্ডল জানান, “টানা ৭ দিন ধরে চলবে এই প্রতিযোগিতা। পাশাপাশি এই প্রতিযোগিতায় গোল্ডেন ও সিলভার পাওয়া জয়ী প্রতিযোগীরা পরবর্তীতে সিবিএসসি ন্যাশনাল খেলতে যাবে। এবং সেখানে যেসব প্রতিযোগী সোনার পদক পাবে তাঁরা এসজিএফআই খেলতে যাবে।”

advertisement

জেলার ক্রীড়া বিশেষজ্ঞরা মনে করছেন, এই পাঁচ প্রতিযোগীর প্রতিভা ও কঠোর পরিশ্রম তাঁকে দেশের অন্যতম সেরা তাইকোন্ডো প্রতিযোগী হিসেবে প্রতিষ্ঠিত করবে। বিভিন্ন রাজ্যের প্রতিযোগীদের সঙ্গে লড়াইয়ে এই প্রতিযোগীদের সাফল্য দক্ষিণ দিনাজপুর জেলাকে দেশের মানচিত্রে আর নতুনভাবে উজ্জ্বল করবে বলে আশাবাদী সকলে।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/খেলা/
সিবিএসসি তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে সুযোগ পেল জেলার পাঁচ প্রতিযোগী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল