TRENDING:

ইডেনে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে রানের ফুলঝুড়ি দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা

Last Updated:

ইডেনের বিরাট-অজি যুদ্ধের আগেই পিচের পরখ। ফুলমার্কস নিয়ে পাশ উইকেট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ঠিক যেন সিনেমার ফার্স্ট লুক। ইডেনের বিরাট-অজি যুদ্ধের আগেই পিচের পরখ। ফুলমার্কস নিয়ে পাশ উইকেট।
advertisement

বুধবার ইডেনে ওয়ান-ডের জন্য তৈরি উইকেটে মহড়া সারলেন বঙ্গ ক্রিকেটাররা। অনুশীলন শেষে ইডেনের ২২ গজের প্রশংসায় বাহুতুলে। স্পোর্টিং উইকেটে ব্যাটসম্যানরা রান পাবেন, আশা মুম্বইকার। পিচের বাউন্সেও খুশি শাস্ত্রীর একদা সতীর্থ। ঘাস অনেকটাই ছাঁটা হয়েছে। বলও ঘুরছে। উইকেট তৈরি বলে দাবি করেন কিউরেটর সুজনের। তবে নিয়মিত বৃষ্টি হওয়াতে আউটফিল্ড এখনও কিছুটা নরম। বুধবার বাংলার সিচ্যুয়েশন প্র্যাকটিসে আম্পায়ারের ভূমিকায় দেখা গেল লক্ষ্মণকে। আর প্রথম স্লিপে দাঁড়িয়ে ক্রিকেটারদের পর্যবেক্ষণ করলেন সাইরাজ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজো ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসনের কড়াকড়ি! জারি করা হল 'এইসব' নির্দেশ
আরও দেখুন

ঠিক এক সপ্তাহ পরেই ইডেনে ফের আন্তর্জাতিক ক্রিকেটের আসর। ভারত-অস্ট্রেলিয়া হাই ভোল্টেজ ওয়ান ডে যুদ্ধে রানের ফোয়ারা দেখতে পাওয়ার  সম্ভাবনাই বেশি ৷ সেইসঙ্গে বোলারদের জন্যও কিছু থাকছে বলে জানিয়েছেন বাংলার কোচ সাইরাজ বাহুতুলে ৷ তিনি বলেন, ‘‘স্পোর্টিং উইকেট। বাউন্স ও ক্যারি ভাল রয়েছে। বল ব্যাটেও ভাল আসছে। এই উইকেটে স্ট্রোক নেওয়া সহজ হবে ব্যাটসম্যানদের পক্ষে।’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ইডেনে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে রানের ফুলঝুড়ি দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা