রোনাল্ডো পাশ দিয়ে চলে গেলেন। সলমান খানের মতো বলিউড তারকাকে চিনতেও পারলেন না, কথা বলা তো দূরের কথা। ভিডিওতে দেখা যাচ্ছে, সলমান খান তাঁর দিকে হা করে তাকিয়ে ছিলেন। তবে ভাইজানকে চিনতেই পারেননি সিআরসেভেন।
আরও পড়ুন- ভারতীয় দলের জন্য মেগা সুখবর, কবে থেকে ম্যাচ খেলবেন হার্দিক এল আপডেট
advertisement
কেআরকে, যিনি বলিউড সেলেবদের খোঁচা দেন মাঝেসাঝেই, তিনি ওই ভিডিও টুইটারে শেয়ার করেছেন। তিনি টুইট করে লিখেছেন- ‘ইনি বিশ্ব বিখ্যাত খেলোয়াড় ক্রিস্টিয়ানো। কিন্তু তিনি ছোটখাটো অভিনেতাদের চেনেন না।’
একজনএকটি ছবি শেয়ার করে লিখেছেন- ‘এটা একরকম অপমান।’ আরেকজন লিখেছেন- ‘ভাইজানকে উপেক্ষা করল?’ অন্যজন লিখেছেন- ‘মনে হচ্ছে সালমান খান এবার কাঁদবেন।’ আরেকজন লিখেছেন- ‘এটা ঠিক যেন মারিয়া শারাপোভা জানেন না সচিন তেন্ডুলকর কে, তেমন ঘটনা।’
আরও পড়ুন- Rohit Sharma: ইংরেজদের উড়িয়ে জয়ের ছক্কা ভারতের,রোহিত শর্মা গড়লেন ৫ নতুন রেকর্ড
১২ নভেম্বর মুক্তি পেতে চলেছে সালমান খানের ছবি ‘টাইগার 3’। এই ছবিতে সালমানের সঙ্গে মুখ্য ভূমিকায় রয়েছেন ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমি। এই ছবিটি পরিচালনা করেছেন মনীশ শর্মা।