ম্যাক্সওয়েল তার ওডিআই কেরিয়ারে ১২৬.৭ স্ট্রাইক রেটে ৩,৯৯০ রান করেছেন, যার মধ্যে রয়েছে ৪টি সেঞ্চুরি ও ২৩টি হাফ সেঞ্চুরি। পাশাপাশি অফ-স্পিন বোলিং করে ৫.৪৬ ইকোনমি রেটে ৭৭টি উইকেট রয়েছে ম্যাক্সওয়েলের ঝুলিতে। ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার ঐতিহাসিক ডাবল সেঞ্চুরি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস। ৯১ রানে ৭ উইকেট হারানোর পরও অপরাজিত ২০১ রানের অসাধারণ ইনিংস খেলে জয় এনে দেন ম্যাক্সওয়েল।
advertisement
অবসরের কারণ হিসেবে তিনি শারীরিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “ওডিআই ক্রিকেটের শারীরিক চাহিদা এবং পায়ের পুরনো আঘাতের কারণে আমি পারফরম্যান্সে ঘাটতি অনুভব করছিলাম। তাই আমি মনে করি, এখনই সরে দাঁড়ানো উচিত যাতে ভবিষ্যতের খেলোয়াড়রা নিজেকে প্রস্তুত করতে পারে।” প্রধান নির্বাচক জর্জ বেইলি ম্যাক্সওয়েলকে “ওয়ানডে ক্রিকেটের অন্যতম গতিশীল খেলোয়াড়” বলে উল্লেখ করেন এবং জানান, “গ্লেনের অভাব দল অবশ্যই অনুভব করবে, তবে টি-টোয়েন্টি ফরম্যাটে তার কাছ থেকে আরও অনেক কিছু পাওয়ার আছে।”
আরও পড়ুনঃ Shreyas Iyer: অধিনায়ক শ্রেয়স আইয়ার করলেন এমন বিশ্বরেকর্ড, যা ধোনি-রোহিতেরও নেই
টেস্ট থেকে অনেক দিন আগেই দূরে সরে দাঁড়িয়েছন গ্লেন ম্যাক্সওয়েল। এবার বিদায় জানালেন ওডিআইকে। বর্তমানে তার সম্পূর্ণ মনোযোগ ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে দিতে চান। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরে অস্ট্রেলিয়ার জার্সিতে আরও একটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে পারবেন।