TRENDING:

ভারতীয় দলের কোচ বদলে গেল! গম্ভীরের বদলি কে হলেন? ভারত পেল নতুন হেডস্যর!

Last Updated:

VVS Laxman India coach- এবার জানা গেল, টিম ইন্ডিয়ার আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে কোচ হিসেবে যাবেন না গৌতম গম্ভীর। তা হলে সূর্যকুমার যাদবদের সঙ্গে প্রোটিয়া সফরে টিম ইন্ডিয়ার কোচ হিসেবে যাবেন কে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হঠাৎ করেই বদলে গেল ভারতীয় দলের কোচ!
advertisement

তা হলে কি বিসিসিআই-এর কর্তাদের উপর ভারতের সিরিজ হারের প্রভাব পড়ল! বোর্ড কর্তারা কি তা হলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পরই কোচ বদলের কথা ভাবছেন! না এখনই এই নিয়ে ভয়ের কিছু নেই। তবে টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব পাচ্ছেন আরও একজন। কোচের দায়িত্ব হাতে পাওয়ার পর গৌতম গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল শ্রীলঙ্কা সফর। সেখানে তিনি ডাহা ফেল।

advertisement

এর পর গৌতম ও ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের জুটিতে টিম ইন্ডিয়া টি-২০ সিরিজ জেতে। তবে তার পরই নিউজিল্যান্ডের বিরুদ্ধে শোচনীয় হার। এর মধ্যে রবি শাস্ত্রী আবার বলে দিয়েছেন, কোচ গম্ভীরের এখনও অনেক কিছু শেখা বাকি। সামনেই ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। ৪ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- দলের সবথেকে বড় তারকাকে বাদ দিচ্ছে কেকেআর! বড় বিপদ ডাকছে না তো নাইটরা?

advertisement

এবার জানা গেল, টিম ইন্ডিয়ার আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে কোচ হিসেবে যাবেন না গৌতম গম্ভীর। তা হলে সূর্যকুমার যাদবদের সঙ্গে প্রোটিয়া সফরে টিম ইন্ডিয়ার কোচ হিসেবে যাবেন কে?

ক্রিকবাজের রিপোর্ট-এ দাবি করা হয়েছে, গৌতম গম্ভীরের অনুপস্থিতিতে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্বে দেখা যাবে ভিভিএস লক্ষ্মণকে। বিসিসিআই-এর এক সিনিয়র কর্তা সেটা জানিয়েছেন। দেশের মাটিতে চলতি ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের শেষে রোহিত-বিরাটদের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাবেন গৌতম গম্ভীর। ৮ নভেম্বর থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ। সেই সময় ভারতীয় দলের সঙ্গে থাকবেন না গম্ভীর।

advertisement

ভিভিএস লক্ষ্মণ আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্বে রয়েছেন। ২০২১ সাল থেকে তিনি এই দায়িত্ব সামলাচ্ছেন। রাহুল দ্রাবিড় ভারতের হেড কোচ থাকাকালীনও লক্ষ্মণকে একাধিক বিদেশ সফরে টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্বে দেখা গিয়েছে।

আরও পড়ুন- পাক ক্রিকেটে ডামাডোল, দায়িত্ব নেওয়ার ৬ মাসের মধ্যে বাবরদের টাটা কার্স্টেনের!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এনসিএতে লক্ষ্মণের যে সাপোর্ট স্টাফরা রয়েছেন, অর্থাৎ সাইরাজ বাহুতুলে, হৃষিকেশ কানিতকর ও শুভদীপ ঘোষরাও দক্ষিণ আফ্রিকায় যাবেন। বাহুতুলে বোলিং, কানিতকর ব্যাটিং ও শুভদীপ ফিল্ডিং কোচের দায়িত্বে থাকবেন বলে জানা যাচ্ছে।

বাংলা খবর/ খবর/খেলা/
ভারতীয় দলের কোচ বদলে গেল! গম্ভীরের বদলি কে হলেন? ভারত পেল নতুন হেডস্যর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল