ভারতীয় দলের কোচ হিসেবে গম্ভীরের নাম ঘোষণা হলেও ঠিক কবে থেকে দ্রাবিড়ের হট সিটে বসবেন তিনি, তা নিয়ে ছিল একটু ধোঁয়াশা। অবশেষে জানা যায়, জিম্বাবোয়ে সফরের পর শ্রীলঙ্কা সফর থেকেই টিম ইন্ডিয়ার হেডস্যার হিসেবে দেখা যাবে গম্ভীরকে। প্রতিবেশি দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ ও ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। এবার সামনে এল কোচ হিসেবে গম্ভীরের প্রথম সিরিজের সূচি।
advertisement
সূচি অনুযায়ী ২৬ জুলাই থেকে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা সিরিজ। ২৬, ২৭ ও ২৯ জুলাই হবে তিনটি টি-২০ ম্যাচ। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭টা থেকে। সবকটি ম্যাচই হবে পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। আর অগাস্ট থেকে শুরু হবে একদিনের সিরিজ। ১, ৪ ও ৭ অগাস্ট হবে তিনটি ওডিআই ম্যাচ। একদিনের ম্যাচগুলি কলম্বো স্টেডিয়ামে ভারতীয় সময় দুপুর আড়াইটা থেকে শুরু হবে।
আরও পড়ুনঃ Sourav Ganguly: ক্রিকেট-ফুটবলের পর মহাচমক সৌরভের! এবার নতুন খেলায় ‘দাদাগিরি’
প্রসঙ্গত, বর্তমানে জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে ভারতীয় দল। এই সিরিজ শেষের পরই মনে করা হচ্ছে শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করা হবে। মনে করা হচ্ছে টি-২০ সিরিজে দলকে নেতৃত্ব দিতে পারেন হার্দিক পান্ডিয়া। আর একদিনের সিরিজ থেকে রোহিত শর্মা ও বিরাট কোহলিরা বিশ্রাম নেওয়ায় নেতৃত্ব দিতে দেখা যেতে পারে কেএল রাহুলকে।