এটা আজ পর্যন্ত দ্বিতীয় কোনও ক্রিকেটারের মধ্যে দেখতে পান ইরফান। কলকাতা নাইট রাইডার্স দু’বার আইপিএল চ্য়াম্পিয়ন হয়েছে, সেই সময় দলের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। কেকেআরকে ট্রফি জয়ের স্বাদ পাইয়ে দেন তিনি। মহেন্দ্র সিং ধোনির দলকে ফাইনালে হারায় তারা। ২০১২ সালের আইপিএল ফাইনাল। কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস ফাইনালে মুখোমুখি হয়।
advertisement
সেই বছর চেন্নাই সুপার কিংস কেকেআরের কাছে হেরে যায়। কলকাতা প্রথমবার আইপিএল ট্রফি হাতে তোলে গৌতম গম্ভীরের নেতৃত্বে।পাঠান জানান, সেই সময় গম্ভীর যখন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন তখন ধোনির বিরুদ্ধে গৌতম টেস্ট ম্যাচের মতো ফিল্ডিং সাজাতেন। তখন কলকাতার সবচেয়ে নির্ভরযোগ্য স্পিনার সুনীল নারিন বা পীযূষ চাওলাকে বলে নিয়ে আসতেন।
অধিকাংশ সময় ধোনি সেই ফাঁদে পা দিতেন। ধোনির যে ধীরে শান্ত স্বভাব রয়েছে তাঁর ফলে ও অনেক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। একে অপরের বিরুদ্ধে খেলার সময় ধোনিকে আউট করার জন্য গম্ভীরের কৌশলও তিনি বুঝে নেন।পাঠান বলেন, কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থাকাকালীন এই গৌতম গম্ভীর মহেন্দ্র সিং ধোনির ইগোয় ধাক্কা দেয়।
ও একমাত্র ক্রিকেটার যা বছরের পর বছর ধরে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাল মিলিয়ে খেলে গিয়েছে। ধোনিকে বারবার সমস্যার মধ্যে ফেলেছে ও। গম্ভীরের ফিল্ডিং সাজানো দেখে নড়ে যেত ধোনি। ইরফান মনে করেন এবারের আইপিএলে গুজরাত, রাজস্থান এবং চেন্নাইয়ের পর চতুর্থ দল হিসেবে প্লে অফ খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে লখনউ সুপার জায়ান্ট দলের। মেন্টর গৌতম গম্ভীর সেটা করে দেখাবেন।