সচিনের বাড়িতেও প্রতি বছর গণপতির আরাধনা হয়। এবারও তার অন্যথা হল না। সচিন সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড অ্যাক্টিভ থাকেন। এদিন বাড়ির গণেশ পুজোর ভিডিও তিনি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে সচিনকে দেখা যায় পরনে পাজামা-পাঞ্জাবি। পাশে রয়েছেন পুরোহিত। তাঁর মন্ত্রোচ্চারণের মধ্যেই ভক্তিভরে পুজোয় অংশ নেন সচিন তেন্ডুলকর।
ভিডিওতে দেখা যায় নিজের হাতে গণপতিকে ভোগ নিবেদন করেন সচিন তেন্ডুলকর। কখনও করতাল বাজাতে, কখনও ভোগ নিবেদন করতে, কখনও আবার আরতি করতেও দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানান সচিন। নিজের পোস্টে তিনি লেখেন,”প্রভু গণেশ আমাদের সকলের শান্তি, সুখ এবং সুস্বাস্থ্য নিয়ে আসবেন। কারণ আমরা তাকে বাড়িতে নিয়ে এসেছি। সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাই।”
advertisement
আরও পড়ুনঃ Mohammed Siraj: এক ম্যাচে ১৫ রেকর্ড, ভাবা যায়! মহম্মদ সিরাজের একারই অধিকাংশ
সচিন তেন্ডুলকর নিজের বাড়ির পুজোর ভিডিও শেয়ার করার পর তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। চোখের নিমিষে লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়। আন্তর্জাতিক ক্রিকেটে শত শতরানের মালিককেও গণেশ পুজোর শুভেচ্ছা জানান সকলে।