TRENDING:

জার্সি শুধু কাপড় নয়, দেশের আবেগ এবং স্মৃতির ভান্ডার! জানুন বিশ্বকাপে জার্সি বিবর্তনের ইতিহাস

Last Updated:

From Brazil to Argentina get to know about the evolution of football jerseys over the ages. জার্সি শুধু কাপড় নয়, দেশের আবেগ এবং স্মৃতির ভান্ডার! জানুন বিশ্বকাপে জার্সি বিবর্তনের ইতিহাস

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দোহা: জার্সি শুধুমাত্র কোনও কাপড়ের টুকরোর কোলাজ নয়। জার্সিকে বলা যেতে পারে স্মৃতির ভান্ডার। যা আনন্দের মুহূর্তের কারণে ও হৃদয়বিদারক হিসাবে থেকে যায় ইতিহাসের পাতায়। বিশ্বকাপের মঞ্চে ফুটবলাররা নিজেদের দেশের জার্সি পরে মাঠে নামেন। সেই জার্সি তাঁদের জাতীয় ঐতিহ্যের কথাও মনে করিয়ে দেয়।
জাতীয় দলের ফুটবলারদের জার্সি জীবনের সেরা পরিচয়
জাতীয় দলের ফুটবলারদের জার্সি জীবনের সেরা পরিচয়
advertisement

দূরদর্শনের সামনে বা মাঠে বসে থাকা সেই দেশের সমর্থকের বুকটা আনন্দে ও গর্বে ভরে ওঠে।তাই হয়তো মাঠের খেলোয়াড়দের মতোই সাধারণ দর্শকরা তাদের নিজেদের প্রিয় দলের জার্সি নিজেদের গায়ে তুলে নেন। তারও চান এই আনন্দ এবং উত্তেজনার ভাগীদার হতেই।

স্পেন:

স্পেনের লাল "ভি" নেক জার্সিতে আছে জাতীয় পতাকার নীল এবং হলুদ দাগ রয়েছে গলায়। অ্যাওয়ে জার্সিটি নীল রংয়ের এবং জামার মধ্যে তরঙ্গ অনুরূপ নকশা বানানো হয়েছে যা জামাটিকে একটি শৈল্পিক সৌন্দর্য্য দিয়েছে। জাতীয় দলের এম্বলেমটি বুকের কাছে লাল এবং সোনালী রংয়ের। সঙ্গে হাতের দিকে আছে সোনালী দাগ, যা প্রস্তুতকারকের চিন্হ।

advertisement

আর্জেন্টিনা:

আর্জেন্টিনাকে বলা হয়ে থাকে লা আলবিসেলেস্তে, যার আক্ষরিক অর্থ সাদা এবং আকাশী নীল। এই রঙেরই জার্সি আর্জেন্টিনা পড়ে আসছে ফুটবল বিশ্বকাপের সূচনা থেকে। অ্যাডিডাস আর্জেন্টিনার জার্সিটি প্রস্তুত করেছে। আর্জেন্টিনার অ্যাওয়ে জার্সিটা গাঢ় বেগুনী রঙয়ের বানিয়েছে তারা।

জাপান:

জাপানের জার্সির পিছনে অনুপ্রেরণা বিখ্যাত জাপানি শিল্প "অরিগামি", যেখানে কাগজ ভাঁজ করে নানা আকৃতি দেওয়া হয় সেটাকে। এই অরিগামির ভাঁজ খুললে যেরকম দাগ পড়ে, জাপানের জার্সিতেও সেরকম রঙ করা হয়েছে। জাপানি জার্সিতে চিত্রিত হয়েছে সারসের ঝাঁক শিকার করা, যা ২০০২তে জাপান বিশ্বকাপের স্মরণে বানানো হয়েছে। অ্যাডিডাস এই জার্সিটি প্রস্তুত করছে।

advertisement

মেক্সিকো:

মেক্সিকোর জার্সিটাও অত্যন্ত দৃষ্টিনন্দন, তারা তাদের চিরাচরিত সবুজ লাল জার্সিই পড়ছে কিন্তু তাতে এনেছে কিছু শৈল্পিক ছোঁয়া। সবুজ জার্সিটির বুক অবধি গাঢ় সবুজ এবং নীচে হালকা সবুজ। আর কাধে আছে লাল দাগ। তাদের অ্যাওয়ে জার্সিটি আরো সুন্দর, সাদার অপর লাল দিয়ে আকা প্রাচীন অ্যাজটেক চিন্হ এবং চিত্র।

advertisement

ফ্রান্স:

গতবারের বিশ্বকাপ জয়ী দলের জার্সিতে তাদের ঐতিহ্য এবং স্থাপত্যের নিদর্শন রয়েছে।ফ্রেঞ্চ রেভিউলুষণকেও নাইকি এবার তাদের জার্সিতে তুলে ধরেছে সুন্দর করে।

জার্মানি:

সাদা জার্সির মধ্যে কালো বর্ডার আর সেখানে আছে দেশের লোগো।এভাবেই বানানো হয়েছে এবারের জার্মান জার্সিটি।বুকে লোগোর উপর সোনালী রঙের স্টার তাদের চারটি বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে জ্বল জ্বল করছে।

advertisement

ব্রাজিল:

বিশ্বকাপে হলুদ জার্সি মানেই ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন্স ব্রাজিলের কথা মনে পড়ে যায় সবার।নাইকির প্রস্তুত করা এই ব্রাজিল জার্সিটি মূলত তাদের পতাকার মতন করে বানানো হয়েছে।কলারে আছে সবুজ রঙ। হোম জার্সিতে সুতোর কাজ ধরা পড়লেও নীল রঙের অ্যাওয়ে জার্সিটি সাধারণ জাগুয়ার ডিজাইন রাখা হয়েছে।

পর্তুগাল:

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

পর্তুগালের জার্সি রঙয়ের গভীরতার জন্য, বেশ দৃষ্টিনন্দন। কোনাকুনি ভাবে অর্ধেকটা লাল এবং বাকিটা সবুজ। অ্যাওয়ে জার্সিটা সাদা এবং বুকে তাদের পতাকার রঙে চওড়া ভাবে লাল সবুজ।

বাংলা খবর/ খবর/খেলা/
জার্সি শুধু কাপড় নয়, দেশের আবেগ এবং স্মৃতির ভান্ডার! জানুন বিশ্বকাপে জার্সি বিবর্তনের ইতিহাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল