কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে বিতর্ক উস্কে দিচ্ছে ফরাসিরা। প্রায় ২ লাখ ফরাসির সই নিয়ে পিটিশনও জমা করা হয়েছে।
রবিবার (১৮ ডিসেম্বর) বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪–২ গোলে হারিয়ে ৩৬ বছর পর ফের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ৩–৩ ফল ছিল। পেনাল্টি শুট আউটে হিরো বনে যান আর্জেন্টাইন গোলকিপার এমি মার্টিনেজ।
advertisement
আরও পড়ুন- আইপিএলে দুই বাংলাদেশির হাতেই কেকেআরের ভাগ্য! আবেগ নয়, কাজ করেছে অঙ্ক
বিশ্বকাপ ফাইনাল ম্যাচে রেফারির বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ফ্রান্স সমর্থকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। ম্যাচের ২৩ মিনিটে পোলিশ রেফারি সিমন মার্চিনিয়াকের দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বিতর্কের জন্ম হয়েছে। তবে রেফরি তা পাত্তা দেননি। তিনি পোল্যান্ডে ফিরে সাংবাদিক সম্মেলন করেছেন।
পোলিশ রেফারি দাবি করেছেন, মেসির রেফারি নিয়ে ফরাসিরা কথা বলছে। অথচ এমবাপের গোল নিয়েও বিতর্ক রয়েছে। তা নিয়ে কোনও কথা বলছে না ফরাসিরা। তিনি এদিন ভিডিও ফুটেজ দেখিয়ে এমবাপের গোল অবৈধ বলে দাবি করেন।
ওই ম্যাচে ওসমান দেম্বেলে আর্জেন্টিনার দি মারিয়াকে ফাউল করেন। তা নিয়ে বিতর্ক উস্কে দিয়েছে ফরাসিরা। অনলাইন পিটিশনের প্ল্যাটফর্ম ‘মেসওপিনিয়নস’তে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ পুনরায় খেলানোর দাবিতে একটি পিটিশন জমা করা হয়েছে। পিটিশনের নাম- ‘ফাইনালে রেফারিকে কিনে নেওয়া হয়েছিল, পেনাল্টিটি হয় না + দ্বিতীয় গোলের আগে এমবাপকে ফাউল করা হয়েছিল। তাই ম্যাচটি পুনরায় খেলানোর দাবিতে সই করুন।’
আরও পড়ুন- বাংলার ইতিহাসে আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার! সৌরভকে ছাপিয়েও উচ্ছাসহীন মুকেশ
শুক্রবার পর্যন্ত এই পিটিশনে সইয়ের সংখ্যা প্রায় ২ লাখ। শনিবার সংখ্যাটা আরও বাড়াই স্বাভাবিক। সর্বোচ্চ সই পাওয়া শীর্ষ ২০টি পিটিশনের মধ্যে রয়েছে এটি। ৫ লাখ সই টপকে গেলে এই পিটিশন ফরাসি অনলাইন প্ল্যাটফর্মে সর্বোচ্চ সই পাওয়া তিনটি পিটিশনের একটি হবে।