TRENDING:

Kolkata Marathon 2023: কলকাতা ম্যারাথনে মহাচমক, বাণিজ্যিক দূত হয়ে আসছেন বিশ্বজয়ী হার্ডলার কলিন জ্যাকসন

Last Updated:

Kolkata Marathon 2023: প্রতি বছর এই প্রতিযোগিতার জৌলুস বেরেই চলেছে। এবার 'টাটা স্টিল ২৫কিমি ম্যারাথন' -এও থাকছে মহাচমক। এবার এই ইভেন্টের বাণিজ্যিক দূত হলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন হার্ডলার কলিন জ্যাকসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যত দিন এগোচ্ছে ততই জনপ্রিয়তা বাড়ছে কলকাতা ম্যারাথনের। প্রতি বছর এই প্রতিযোগিতার জৌলুস বেরেই চলেছে। এবার ‘টাটা স্টিল ২৫কিমি ম্যারাথন’ -এও থাকছে মহাচমক। এই ইভেন্টের বাণিজ্যিক দূত হলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন হার্ডলার কলিন জ্যাকসন। এমন মহাতারকার উপস্থিতির খবরে খুশি সকলেই।
advertisement

২০১৪ সাল থেকে শুরু হয় কলকাতা ম্যারাথন। এই বছর ১৭ ডিসেম্বর রবিবার হবে জনপ্রিয় এই ইভেন্ট। ফের একবার রবির সকালে শীতের মিঠে রোদ গায়ে মেখে দৌড়বে গোটা শহর। আর কলিন জ্যাকসনের মত একজন বিশ্ব রেকর্ডধরী তারকার উপস্থিতিতে এবারের কলকাতা ম্যারাথন ‘আমার কলকাতা, আমার রান’ অন্য মাত্রা পাবে তা বলাই যায়।

advertisement

মাঝে করোনার কারণে এই জৌলুস কিছুটা কমলেও গত বছর থেকে তা পুরনো ছন্দে ফেরে। এবার তা আরও বড় আকারে হতে চলেছে। বিশ্বজয়ী দৌড়বিদের সঙ্গে ম্যারাথনে অংশ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন শহর ও ভিন রাজ্য থেকে আসা অ্যাথলিট ও ক্রীড়া প্রেমীরা।

আরও পড়ুনঃ New Coach Of Indian Cricket Team: সরছেন রাহুল দ্রাবিড়! ঠিক হয়ে গেল টিম ইন্ডিয়ার নতুন কোচ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, ১৯৯৩ সালে স্টুটগার্ডে ১১০ মিটার হার্ডলসে নয়া রেকর্ড তৈরি করে সোনা জিতেছিলেন কলিন জ্যাকসন। ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪ সালে কমনওয়েলথ গেমস, ১৯৯৯ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়শিপেও সোনা জিতেছিলেন তিনি। কলকাতায় আসার জন্য মুখিয়ে রয়েছেন বিশ্বজয়ী অ্যাথলিট।

বাংলা খবর/ খবর/খেলা/
Kolkata Marathon 2023: কলকাতা ম্যারাথনে মহাচমক, বাণিজ্যিক দূত হয়ে আসছেন বিশ্বজয়ী হার্ডলার কলিন জ্যাকসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল