'Coaching Beyond- My days with the Indian Cricket Team' -এই বইটিতে শ্রীধরের দাবি অনুযায়ী টেস্ট অধিনায়ক্তব পাওয়ার পর এমএস ধোনির থেকে একদিনের দলের অধিনায়কত্ব ছিনিয়ে নিতে চেয়েছিলেন বিরাট কোহলি। আর কৌশিকের অনুলিখনে লেখা এই বইতে শ্রীধর দাবি করেছেন, '২০১৪-১৫ সালে ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিরাটকে টেস্ট দলের অধিনায়ক করা হয়। তারপর থেকেই সীমিত ওভারের ক্রিকেটেও অধিনায়ক হওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছিলেন বিরাট। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয়েছিল তৎকালীন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীকে।'
advertisement
শ্রীধর বইটিতে দাবি করেছেন, সেই সময় দল দুটি ভাগে বিভক্ত হয়ে যেতে পারে অর্থাৎ দলের অনদরে দুটি আলাদা পাওয়ার সেন্টার তৈরি হওয়ার মত পরিস্থিতি তৈরি হয়েছিল। অভিজ্ঞ কোচ রবি শাস্ত্রী সেটা ভালোই বুঝতে পেরেছিলেন। তাই তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন কোচ রবি শাস্ত্রী। তিনি বিরাটকে বলেছিলেন, অধিনায়কত্বের পিছোনে ছুটো না। নিজের খেলায় মনোনিবেশ করো ও ধোনিকে সম্মান করো। ধোনি নিজে থেকে যখন টেস্ট অধিনায়কত্ব তোমায় ছেড়ে দিয়েছে, সময় এলে সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্বও তুমি পেয়ে যাবে।
আরও পড়ুনঃ এবার ফিফার বর্ষসেরা হওয়ার লড়াইয়ে মেসি-এমবাপে, তালিকায় জায়গাই হল না রোনাল্ডোর
আর শ্রীধরের এমন বিস্ফোরক দাবির পর স্বভাবতই ভারতীয় ক্রিকেটে নতুন বিতর্কের তৈরি হয়েছে। ধোনি ও কোহলি ফ্যানেরা নেট দুনিয়াতেও আলোচনা-সমালোচনা শুরু করেছেন। তবে আর শ্রীধরের দাবি কতটা সত্য তা নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনে এমএস ধোনি বা বিরাট কোহলির তরফ থেকে।