ভাইয়ের মৃত্যুর খবর ট্যুইটারে নিজেই জানান দাদা ভারনন ফিল্যান্ডার ৷ কেপটাউনের রাভেন্সমিডে ফিল্যান্ডারদের বাড়ির সামনেই গুলি করে হত্যা করা হয় টাইরনকে ৷ ওই সময় তিনি প্রতিবেশিকে জল দিতে বেরিয়েছিলেন বাড়ির বাইরে ৷ তবে এর থেকে বেশি কোনও তথ্যই জানা যায়নি ৷ ভারননরা চার ভাই ৷ সবচেয়ে ছোট ভাই ছিলেন টাইরন ৷
advertisement
ভারনন ফিল্যান্ডার ট্যুইট করে জানান, ‘‘ আমাদের পরিবার রাভেন্সমিডে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া নিষ্ঠুর হত্যাকাণ্ডের শোকের মধ্য দিয়ে যাচ্ছে। সবার কাছে অনুরোধ করবো, এই কঠিন সময়ে পারিবারিক গোপণীয়তার বিষয়টিকে যেন গুরুত্ব দেওয়া হয়।’
ফিল্যান্ডার আরও জানান, ঠিক কী কারণে বা কারা তাঁর ভাইকে হত্যা করেছে, সেটি জানা যায়নি। পুলিশ এখন তদন্তে নেমেছে। তাই তদন্তে যাতে কোনওপ্রকার বাধা না পড়ে, তার জন্য সংবাদমাধ্যমকেও আপাতত দূরে থাকতে বলেন ভারনন ফিল্যান্ডার ৷ তিনি লেখেন, ‘হত্যাকাণ্ডের বিষয়টি এখন পুলিশের তদন্তের আওতার মধ্যে আছে। তাই শ্রদ্ধার সঙ্গেই সংবাদমাধ্যমকে অনুরোধ করছি, তারা যেন তদন্তের স্বার্থে পুলিশকে সেই সুযোগটা দেয়। ঘটনার বিস্তারিত কিছুই জানা যায়নি। ফলে এই মুহূর্তে বিভিন্ন ধরনের গুঞ্জন তৈরি হলে সেটি পরিবারের এই শোকবহুল পরিবেশকে আরও কঠিন করে তুলবে। টাইরন চিরকাল আমাদের হৃদয়ের মাঝে থাকবে। ওর আত্মার শান্তি কামনা করি।’
