তার বিরুদ্ধে অভিযোগ, দলে সুযোগ পাইয়ে দেওয়ার প্রলোভনে নারী ক্রিকেটারকে যৌন হেনস্তা করেছেন তিনি। পুলিশি তদন্তের ভিত্তিতেই নাদিমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পিসিবি। ক্রিকইনফো’র তথ্য মতে, ৫০ বছর বয়সী নাদিমকে শনিবার বরখাস্ত করা হয়েছে।
advertisement
নাদিমের বিরুদ্ধে অভিযোগ আনা সেই নারী ক্রিকেটার এক ভিডিওবার্তায় বলেন, জাতীয় দলে সুযোগ করে দেওয়া ও বোর্ডে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে সে (নাদিম) আমার ঘনিষ্ট হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে তার বন্ধুদের নিয়ে আমাকে যৌন নির্যাতন করে। ভিডিও বানিয়ে রেখে আমাকে ব্ল্যাকমেইলও করেছে।
খেলোয়াড়ি জীবনে ওয়াকার ইউনিসের মতো নাদিমও মুলতানের হয়ে খেলেছেন। ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে অনেকে ওয়াকার ইউনিসের চেয়েও বেশি প্রতিভাবান ভাবত নাদিমকে। তবে জাতীয় দলের হয়ে কখনো খেলা হয়নি নাদিমের। ঘরোয়া ক্রিকেটে ৮০টি প্রথম শ্রেণি ও ৪৯টি লিস্ট এ ম্যাচ খেলেছেন তিনি।
ওই মহিলা জানিয়েছেন তিনি আরো আগে অভিযোগ করার কথা ভাবলেও তাকে প্রাণের ভয় দেখানো হয়েছিল। নির্জন ঘরে তাকে অশ্লীল প্রস্তাব দেওয়া হয়। এই কাজ নাদিম অনেকদিন ধরে করছেন বলেই জানিয়েছেন মহিলা। অভিযোগ সত্যি প্রমাণিত হলে প্রাক্তন ক্রিকেটারটির বিরুদ্ধে বড় ব্যবস্থা নেওয়া হবে তাতে সন্দেহ নেই।
বিসমা মহারুফ, সানা মিরদের মতো মহিলা ক্রিকেটাররা দ্রুত এই সমস্যার সমাধান করতে বলেছেন পাকিস্তান বোর্ডকে। ক্রিকেট জগতে এর ফলে পাকিস্তানের ছবি খারাপ হবে তাতে সন্দেহ নেই।