এমন একটা দায়িত্ব যা জাভেদ মিযাঁদাদ ছাড়া তখনকার দিনে খুব বেশি পাক ক্রিকেটার পালন করতে পারতেন না। একটি ইউটিউব ভিডিয়োয় পুরনো দিনের সেই সব কথা জানিয়েছেন বাসিত। তিনি বলেছেন, ভারতের বিরুদ্ধে প্রতিটা ম্যাচের আগে আমাকে বিশেষ দায়িত্ব দেওয়া হত। বলা হত, সচিন তেন্ডুলকর, অজয় জাডেজা, নভজ্যোত সিংহ সিধু, বিনোদ কাম্বলিরা ব্যাট করতে নামলেই ওদের উত্যক্ত করতে।
advertisement
কিন্তু আজহার ভাইকে এ সবের বাইরে রাখা হত। আজহার ভাইকে ঘাঁটাতাম না। বাসিত। জানিয়েছেন, ভয় নয়, শ্রদ্ধা থেকেই আজহারকে উত্যক্ত করা হত না। বাসিত বলেছেন, আক্রম ভাই, রশিদ ভাই বা ইনজামাম ভাই, কেউ আজহারকে উত্যক্ত করার সাহস পেত না। সেটা ভয় থেকে নয়। শ্রদ্ধা থেকে।
পাকিস্তানের সাজঘরে প্রত্যেকে আজহারকে খুব শ্রদ্ধা করত। তবে স্লেজিং করা হলেও মাঠের বাইরে দুই দেশের ক্রিকেটারদের সম্পর্ক যে বন্ধুত্বপূর্ণ থাকত, সেটা মনে করিয়ে দিয়েছেন বাসিত। নিজের ক্যারিয়ারে অল্প সময়ের জন্য হলেও ৫০ টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি।
ভারতের সঙ্গে ম্যাচ থাকলে তার উত্তেজনা কতটা তার বর্ণনা মুখে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বাসিত। পাশাপাশি সচিনকে নিজের চোখের সামনে কিংবদন্তি হতে দেখাটা ভাগ্যের ব্যাপার জানিয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার।