কেকেকেআরকে বিদায় জানানোর পর আরসিবির হয়ে খেলছেন দীনেশ কার্তিক। ২০২২ আইপিএলে দারুণ পারফর্মও করেছেন ফিনিশার হিসেবে। সেই সুবাদে পেয়েছিলে ভারতের টি-২০ বিশ্বকাপ দলে সুযোগ। কিন্তু সেখানে আশানরুপ পারফর্ম করতে না পারেননি। ২০২৩ সালের আইপিএলেও একেবারেই ছন্দে পাওয়া যায়নি। বয়সও ৩৯-এর দোরগোড়ায়। বিসিসিআই সূত্রের খবর, এবার আইপিএলের পরই অবসর ঘোষণা করতে পারেন কার্তিক।
advertisement
ESPNcricinfo-র রিপোর্ট অনুযায়ী, অবসরের পরিকল্পনা করে ফেলেছেন তারকা উইকেটকিপার, ব্যাটার। তবে বর্তমানে নিজের শেষ আইপিএল মরশুমে ছাপ রেখে যেতে নিজেক প্রস্তুত করছেন ডিকে। ভারতীয় দল থেকেও এখনও অবসর নেননি তিনি। তাই মনে করা হচ্ছে আইপিএলের পরই সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নেবেন কার্তিক।
আরও পড়ুনঃ Yashasvi Jaiswal: রেকর্ড বুকে যশস্বী জয়সওয়াল, ভাঙলেন গাভাসকর-কোহলিদের নজির
ক্রিকেটের বাইরে ইতিমধ্যেই ধারাভাষ্যকার হিসেবে অনেক আগেই নিজেক দ্বিতীয় ইনিংস শুরু করেছেন দীনেশ কার্তিক। ব্যাটের বদলে মাইক হাতেও যথেষ্ট সাবলীল ডিকে। তবে আইপিএলের শেষ মরশুমে আরও একবার কার্তিককে ব্যাট হাতে ও উইকেটের পিছনে সেরা ফর্মে দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।