TRENDING:

অবসর নিচ্ছেন কেকেআরের প্রিয় ক্রিকেটার! এই মরশুমেই শেষবার নামবেন ২২ গজে

Last Updated:

Kolkata Knight Riders:কলকাতা নাইট রাইডার্সের হয়ে অধিনায়কত্ব করেছেন। ব্যাট হাতে হোক আর উইকেটের পিছনে, সব জায়গাতেই নিজের ছাপ ছেড়েছেন। এই মরশুমের পরই নিতে পারেন অবসর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আইপিএলের সবথেকে বেশি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম। ২০০৮ সালে আইপিএলের জন্ম লগ্ন থেকে যে প্লেয়াররা খেলছেন ১৬ মরশুম ধরে সেই তালিকাতেই নাম রয়েছে তাঁর। অধিনায়কত্বও করেছেন একাধিক দলের হয়ে। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অধিনায়কত্ব করেছেন। ব্যাট হাতে হোক আর উইকেটের পিছনে, সব জায়গাতেই নিজের ছাপ ছেড়েছেন। সেই দীনেশ কার্তিকই এবার অবসর নিতে চলেছেন।
advertisement

কেকেকেআরকে বিদায় জানানোর পর আরসিবির হয়ে খেলছেন দীনেশ কার্তিক। ২০২২ আইপিএলে দারুণ পারফর্মও করেছেন ফিনিশার হিসেবে। সেই সুবাদে পেয়েছিলে ভারতের টি-২০ বিশ্বকাপ দলে সুযোগ। কিন্তু সেখানে আশানরুপ পারফর্ম করতে না পারেননি। ২০২৩ সালের আইপিএলেও একেবারেই ছন্দে পাওয়া যায়নি। বয়সও ৩৯-এর দোরগোড়ায়। বিসিসিআই সূত্রের খবর, এবার আইপিএলের পরই অবসর ঘোষণা করতে পারেন কার্তিক।

advertisement

ESPNcricinfo-র রিপোর্ট অনুযায়ী, অবসরের পরিকল্পনা করে ফেলেছেন তারকা উইকেটকিপার, ব্যাটার। তবে বর্তমানে নিজের শেষ আইপিএল মরশুমে ছাপ রেখে যেতে নিজেক প্রস্তুত করছেন ডিকে। ভারতীয় দল থেকেও এখনও অবসর নেননি তিনি। তাই মনে করা হচ্ছে আইপিএলের পরই সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নেবেন কার্তিক।

advertisement

আরও পড়ুনঃ Yashasvi Jaiswal: রেকর্ড বুকে যশস্বী জয়সওয়াল, ভাঙলেন গাভাসকর-কোহলিদের নজির

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ক্রিকেটের বাইরে ইতিমধ্যেই ধারাভাষ্যকার হিসেবে অনেক আগেই নিজেক দ্বিতীয় ইনিংস শুরু করেছেন দীনেশ কার্তিক। ব্যাটের বদলে মাইক হাতেও যথেষ্ট সাবলীল ডিকে। তবে আইপিএলের শেষ মরশুমে আরও একবার কার্তিককে ব্যাট হাতে ও উইকেটের পিছনে সেরা ফর্মে দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
অবসর নিচ্ছেন কেকেআরের প্রিয় ক্রিকেটার! এই মরশুমেই শেষবার নামবেন ২২ গজে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল