নায়ার বলেন,”অভিষেক শর্মার ব্যাটিংয়ের ধরনই আলাদা — তিনি প্রথম বল থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকেন এবং প্রতিপক্ষ বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন। নায়ারের মতে, যদি শর্মা পুরো পাওয়ারপ্লে ওভার ব্যাট করেন, তাহলে ভারত ৬০ থেকে ৮০ রান তুলতে পারে, যা ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের উপর মানসিক চাপ তৈরি করবে। এতে তার ব্যাটিং সঙ্গীরাও নির্ভয় হয়ে নিজেদের খেলায় মনোযোগ দিতে পারবেন।”
advertisement
তবে নায়ার এটাও মনে করেন যে, এই সিরিজ অভিষেক শর্মার জন্য একটি বড় পরীক্ষা। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে জশ হ্যাজলউডের মতো অভিজ্ঞ পেসারের মুখোমুখি হওয়া সহজ নয়। যদিও তিনি বিশ্বাস করেন, আইপিএল এবং দক্ষিণ আফ্রিকায় খেলার অভিজ্ঞতা শর্মাকে এই পরিস্থিতিতে সাহায্য করবে ও অভিষেক বড় রান পাবে।
আরও পড়ুনঃ শামির আগুনে বোলিং, শাহবাজের স্পিনের ‘ছোঁবল’! গুজরাতকে উড়িয়ে দিল বাংলা
নায়ারের মতে, অভিষেক শর্মার মধ্যে রয়েছে এক নির্ভীক মানসিকতা এবং জেতার প্রবল ইচ্ছা। তিনি আশা প্রকাশ করেছেন, এই তরুণ ক্রিকেটার নিজের ব্যাট দিয়ে অস্ট্রেলিয়ার দর্শকদের শ্রদ্ধা অর্জন করবেন। তার মতে, অস্ট্রেলিয়ায় পারফর্ম করে নাম তৈরি করা প্রতিটি ক্রিকেটারের জন্য গর্বের বিষয়, আর শর্মা সেই সুযোগটা কাজে লাগাতে প্রস্তুত।
