TRENDING:

মালদ্বীপে 'মাখোমাখো ব্যাপার! ৪০-এ মাতলেন জাহির খান

Last Updated:

স্ত্রী সাগরিকা ঘাটগে ও বন্ধু-সতীর্থ অজিত আগারকার, আশিস নেহরা-সহ খুব কাছের বন্ধুদের নিয়ে জাহির খান জন্মদিন সেলিব্রেট করলেন মালদ্বীপে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদ্বীপ: গত ৭ অক্টোবর প্রাক্তন ভারতীয় পেসার জাহির খান ৪০-এ পা দিলেন৷ ভারতের একটা দীর্ঘ সময়ের তারকা প্লেয়ার বলে কথা! তাই জন্মদিনটাও কাটালেন রইস ভাবেই৷ স্ত্রী সাগরিকা ঘাটগে ও বন্ধু-সতীর্থ অজিত আগারকার, আশিস নেহরা-সহ খুব কাছের বন্ধুদের নিয়ে জাহির খান জন্মদিন সেলিব্রেট করলেন মালদ্বীপে৷
advertisement

ইন্সস্টাগ্রামে সেই হলিডে-র একাধিক ছবি শেয়ার করেছেন জাহির৷ মালদ্বীপের চোখ জুড়নো প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে জাহিরের বিলাসবহুল জন্মদিন সেলিব্রেশন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ জাহিরকে মজা করে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় টুইট করেছেন, 'হ্যাপি বার্থডে জাহির৷ আগামী বছরটা খুব ভালো কাটুক৷ প্লিজ, খানিকটা মেদ ঝরাও৷ তুমি ভারতের শক্তি৷'

advertisement

সচিনের ট্যুইট, 'একজন ব্যাটসম্যানের কাছে তুমি বরাবরই ত্রাস৷ হ্যাপি বার্থডে জাহির৷ ৪০-এর কোটায় তোমায় স্বাগত৷'

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
মালদ্বীপে 'মাখোমাখো ব্যাপার! ৪০-এ মাতলেন জাহির খান