ধোনির মতই ঝাড়খন্ডের ক্রিকেটার ছিলেন সৌরভ তিওয়ারি। তাই অল্প সময়েই লাইমলাইটে চলে এসেছিলেন তিনি। ক্রিকেটকে বিদায় জানানোর পর এবার ক্রিকেট প্রশাসক হলেন সৌরভ। ঝাড়খণ্ড ক্রিকেটার সংস্থার নতুন সচিব হলেন এই সৌরভ তিওয়ারি। ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার নির্বাচনে দাঁড়িয়েছিলেন সৌরভ তিওয়ারি ও দেশের হয়ে টেস্ট খেলা বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার শাহবাজ নাদিম। সৌরভ সচিব হওয়ার পাশাপাশি যুগ্মসচিব হলেন শাহবাজ নাদিম।
advertisement
আরও পড়ুনঃ MS Dhoni: পরের আইপিএলেও কি খেলবেন এমএস ধোনি? সাফ উত্তর দিলেন সিএসকে কোচ
প্রসঙ্গত, ভারতীয় দলের হয়ে মাত্র ৩টি একদিনের ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সৌরভ তিওয়ারি। মোট রান করেছেন ৪৯। সর্বোচ্চ স্কোর ৩৭। তবে আইপিলে বেশ কিছু বছর খেলেছেন সৌরভ তিওয়রি। ৯৩টি ম্যাচ খেলেছেন তিনি। ১৪৯৪ রান করেছেন সৌরভ। আটটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। আইপিএলে সৌরভ তিওয়ারির সর্বোচ্চ স্কোর ৬১।