চেতনা রামতীর্থ নামে এক মহিলার সঙ্গে অনিল কুম্বলের প্রথম দেখা হয় একটি ট্রাভেল এজেন্সিতে। প্রথম দেখাতেই চেতনাকে ভালো লেগে যায় কুম্বলের। তবে সেই সময় চেতনা বিবাহিত ছিলেন এবং ব্যক্তিগত জীবনে সুখী ছিলেন না। ১৯৯৮ সালে চেতনা তার স্বামীর থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নেন। এই কঠিন সময়ে অনিল কুম্বলে তাকে মানসিকভাবে সহায়তা করেন।
advertisement
প্রথমে চেতনা নতুন কোনও সম্পর্কে জড়াতে রাজি ছিলেন না। তিনি সম্পর্ক, ভালোবাসা—সব কিছু থেকেই নিজেকে দূরে রাখতে চেয়েছিলেন। কিন্তু কুম্বলের ধৈর্য, আন্তরিকতা এবং ভালোবাসায় শেষ পর্যন্ত তিনি রাজি হন। ১৯৯৯ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
চেতনাকে বিয়ের সময় তার আগের পক্ষের এক কন্যাসন্তান ছিল। যার বয়স তখন মাত্র চার বছর। তবে কুম্বলে একে মোটেও বাধা হিসেবে দেখেননি। তিনি চেতনাকে এবং তার কন্যাকেও সাদরে আপন করে নেন। বর্তমানে কুম্বলের তিনটি সন্তান রয়েছে এবং তিনি প্রায়ই সন্তানদের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
আরও পড়ুনঃ ইংল্যান্ড থেকে এল বড় খারাপ খবর! হাসপাতালে তারকা ব্যাটার! খেলবেন না আসন্ন সিরিজ
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কুম্বলে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন এবং বিভিন্ন সময়ে কোচ হিসেবেও দলের সঙ্গে যুক্ত থেকেছেন। তার কৃতিত্ব ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে—১৩২টি টেস্টে ৬১৯ উইকেট, ৩৫ বার ৫ উইকেট এবং ৮ বার ১০ উইকেট নেওয়া। তার সেরা বোলিং ফিগার ছিল ৭৪ রানে ১০ উইকেট। এছাড়া ২৭১টি ওয়ানডে ম্যাচে ৩৩৭টি উইকেট রয়েছে তার ঝুলিতে।