TRENDING:

Stuart Broad Business : ১..২..৩..৪..৫..৬..! যুবরাজের ব্যাটে ছ'টা ছক্কা খাওয়া বোলার এখন কী করেন জানেন? ব্রড যা করেছেন, শুনলে অবাক হবেন গ্য়ারান্টি

Last Updated:

Stuart Broad Pub Business- যুবরাজ সিংয়ের সেই ছয় ছক্কার রাত! এখনও সেই স্মৃতি টাটকা হয়তো অনেকের মনে! তবে যুবরাজ যাঁকে ছটা ছক্কা হাঁকিয়েছিলেন, সেই পেসার স্টুয়ার্ট ব্রড এখন কী করেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: যুবরাজ সিংয়ের সেই ছয় ছক্কার রাত! এখনও সেই স্মৃতি টাটকা হয়তো অনেকের মনে! তবে যুবরাজ যাঁকে ছটা ছক্কা হাঁকিয়েছিলেন, সেই পেসার স্টুয়ার্ট ব্রড এখন কী করেন!
News18
News18
advertisement

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার স্টুয়ার্ট ব্রডের ক্রিকেট জীবন অসাধারণ ছিল। টেস্টে ১৬৭ ম্যাচে ৬০৪ উইকেট নিয়ে তিনি ইংল্যান্ডের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। তাঁর স্মরণীয় মুহূর্তগুলোর মধ্যে রয়েছে ২০১১ সালে ট্রেন্ট ব্রিজে ভারতের বিরুদ্ধ হ্যাটট্রিক। তবে তিক্ত অতীতও রয়েছে তাঁর জীবনে। ২০০৭ সালের টি২০ বিশ্বকাপে ডারবানে এক ওভারে ছটি ছক্কা হজম করেন।

advertisement

ক্রিকেট থেকে এখন স্টুয়ার্ট ব্রড দূরে। আপাতত পাব ব্যবসায় ব্যাপক লাভ করেছেন। The Cat & Wickets পাব কোম্পানির অংশ হিসেবে তিনটি পাবের মালিক (নটিংহামশায়ারের The Tap & Run, লেস্টারশায়ারের The Griffin Inn এবং বার্টন-অন-ট্রেন্টের The Long Hop) তিনি। গত তিন বছরে এই ব্যবসার টার্নওভার হয়েছে ১৪,৩৩,৬৩,১৬০ থেকে ৪৭,৭৯,৫৩,২০০ টাকা (£১.২ মিলিয়ন থেকে £৪ মিলিয়ন) এবং কর্মচারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ জন।

advertisement

ব্রড বলেছেন, “শুরুতে এটা শখ ছিল। কারণ আমরা রবিবার দুপুরের খাবারের জন্য একটা ভাল জায়গা চাইছিলাম। তারপর ভাবলাম, যদি ব্যবসা করতে যাই, তাহলে ভালভাবে করব।”

আরও পড়ুন- খাবারে বিষ, ভারতে খেলতে আসা অস্ট্রেলিয়া দলের সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড!

সেরা ভিডিও

আরও দেখুন
রামকৃষ্ণের জন্মোৎসবে বেলুড় মঠ মেতে ওঠে আন্দুলের ভট্টাচার্য বাড়ির কালীকীর্তনে
আরও দেখুন

পাব ব্যবসায় নামা সম্পূর্ণরূপে ব্রডের নিজের উদ্যোগ ছিল না। “একজন বন্ধু একটি পাবের জেনারেল ম্যানেজার ছিলেন, কিন্তু ব্যবসায় অংশীদার হতে চেয়েছিল। আমি তখন ৩০ বছর বয়সী এবং ব্যবসায় জগতে আগ্রহী ছিলাম, আর এভাবেই কোম্পানির যাত্রা শুরু হয়।” বলেন ব্রড। তাঁদের দলে যোগ দেন আরেকজন ইংরেজ ক্রিকেটার হ্যারি গার্নি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Stuart Broad Business : ১..২..৩..৪..৫..৬..! যুবরাজের ব্যাটে ছ'টা ছক্কা খাওয়া বোলার এখন কী করেন জানেন? ব্রড যা করেছেন, শুনলে অবাক হবেন গ্য়ারান্টি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল