TRENDING:

নির্লজ্জ ভন ! বিরাটকে খোঁচা প্রাক্তন ইংলিশ অধিনায়কের

Last Updated:

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ঘুরিয়ে কটাক্ষ করলেন কোহলিকে। বিরাট এবং উইলিয়ামসনের তুলনা করতে গিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “যদি উইলিয়ামসন ভারতীয় হত তাহলে ওকেই বিশ্বের সেরা ক্রিকেটার বলা হত। কিন্তু ও যেহেতু ভারতীয় নয়, তাই প্রকাশ্যে একথা বলার অধিকারও আপনার নেই "

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ঘুরিয়ে কটাক্ষ করলেন কোহলিকে। বিরাট এবং উইলিয়ামসনের তুলনা করতে গিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “যদি উইলিয়ামসন ভারতীয় হত তাহলে ওকেই বিশ্বের সেরা ক্রিকেটার বলা হত। কিন্তু ও যেহেতু ভারতীয় নয়, তাই প্রকাশ্যে একথা বলার অধিকারও আপনার নেই। না হলে নেটমাধ্যমে আপনার তুমুল সমালোচনা হবে। বিরাটকেই সেরা বলতে হবে। তাহলে বেশি লাইক পাবেন, আরও বেশি লোক আপনাকে অনুসরণ করবে। তবে আমি বলব, সব ফরম্যাট মিলিয়ে কেন উইলিয়ামসনই সেরা। যেভাবে ও খেলে, ঠান্ডা মাথা, ভদ্র ব্যবহার, নিজের কৃতিত্ব নিয়ে ওকে বরাবর চুপই থাকতে দেখা যায়।”

advertisement

তাঁর আরও সংযোজন, “ উইলিয়ামসন শুধুই সাফল্যের মুখ দেখেছে। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছি বলে এটা বলিনি। কিন্তু আমার মতে, তিন ফরম্যাট মিলিয়ে সেরা ক্রিকেটারদের তালিকায় উইলিয়ামসন থাকবেই এবং কোহলির সমকক্ষও বটে। কিন্তু বিরাটের মতো ইনস্টাগ্রামে ওর ১ কোটি ফলোয়ারও নেই বা স্পনসরদের থেকে ৩০-৪০ মিলিয়ন ডলার আয়ও করে না।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

তবে মাইকেল ভনের এমন বক্তব্যের পাল্টা কিছু বলার প্রয়োজন মনে করছে না ভারতের কেউ। প্রাক্তন ইংলিশ অধিনায়ক রীতিমতো হাসির খোরাক প্রমাণিত হয়েছিলেন এর আগে। অস্ট্রেলিয়ার মাটিতে ভারত হোয়াইটওয়াশ হবে ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। কিন্তু শেষপর্যন্ত সিরিজ জয় করে ফেরে ভারত। মুখ পুড়েছিল ভনের। কিন্তু তাঁর কোনও লজ্জা নেই। যদি ইংল্যান্ডে গিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে পারে ভারত এবং পরে টেস্ট সিরিজে ইংল্যান্ডকে হারাতে পারে, তাহলে ভনের এত বড় গলা তখন শোনা যাবে কিনা প্রশ্ন করতেই পারেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
নির্লজ্জ ভন ! বিরাটকে খোঁচা প্রাক্তন ইংলিশ অধিনায়কের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল