TRENDING:

মস্কোয় বিশ্বকাপ ফাইনাল দেখে অভিভূত সৌরভ

Last Updated:

ফ্রান্স-ক্রোয়েশিয়া ফাইনাল দেখতে লন্ডন থেকে সোজা পৌঁছে গিয়েছিলেন মস্কোয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মস্কো: ভারত-ইংল্যান্ড সিরিজে ধারাভাষ্যের কাজে এখন ব্যস্ত সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ কিন্তু শত ব্যস্ততার মধ্যেও বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগ এলে, তা কেই বা ছাড়েন বলুন ৷ মহারাজের ফুটবল প্রীতির কথা কারোরই অজানা নয় ৷ ফ্রান্স-ক্রোয়েশিয়া ফাইনাল দেখতে তাই লন্ডন থেকে সোজা পৌঁছে গিয়েছিলেন মস্কোয় ৷
advertisement

খেলোয়াড় জীবনে সুযোগ পেলে প্রায়ই ফুটবল নিয়ে মাঠে নেমে পড়তেন ৷ ছোটবেলায় ক্রিকেটের পাশাপাশি চুটিয়ে খেলেছেন ফুটবলও ৷ আইএসএলে এটিকে দলের সঙ্গেও যুক্ত তিনি ৷ ফুটবল থেকে কখনই  দূরে থাকতে পারেন না তিনি ৷  তাই  যতো কাজই থাকুক না কেন, বিশ্বকাপ ফাইনাল মাঠে বসেই দেখতে চেয়েছিলেন সৌরভ ৷ লর্ডসে দ্বিতীয় একদিনের ম্যাচের ধারাবিবরণী দিয়ে লন্ডন থেকে সোজা মস্কোর বিমান ধরলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ৷ মস্কোয় পৌঁছেই তাঁর ট্যুইট, ‘‘ বিশ্বকাপ ফাইনাল দেখতে মস্কোয় এসেছি.... কী অসাধারণ পরিবেশ ৷’’

advertisement

ফুটবলের বড় আসরে সৌরভের উপস্থিতি এই প্রথম নয় ৷ এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে , লা লিগা এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচেও মাঠে তাঁকে দেখতে পাওয়া গিয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
মস্কোয় বিশ্বকাপ ফাইনাল দেখে অভিভূত সৌরভ