TRENDING:

ISL 2019-20: উইলিয়ামসের দুরন্ত গোলেই বেঙ্গালুরু বধ সম্পূর্ণ, ফাইনালে এটিকে

Last Updated:

এটিকে: ৩, বেঙ্গালুরু: ১ (এগ্রিগেটে ৩-২ গোলে জয়ী এটিকে)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এটিকে: ৩  (কৃষ্ণা-৩০), উইলিয়ামস (৬৩,৭৯)  
advertisement

বেঙ্গালুরু: ১  (কুরুনিয়ান -৫)

#কলকাতা: আইএসএল ফাইনালে এটিকে। রয় কৃষ্ণা ও উইলিয়ামসের পায়ের জাদুতে দুই লেগ মিলিয়ে বেঙ্গালুরুকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠল এটিকে। ৭৯ মিনিটে গোল। ৩-১ গোলে এগিয়ে যায় এটিকে। প্রবীরের ক্রস থেকে হেডে গোল করলেন উইলিয়ামস। কোনওভাবেই সেভ করতে পারেননি গুরপ্রীত। ফাইনালে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে খেলবে এটিকে। আগামী ১৪ মার্চ আইএসএল ফাইনাল।

advertisement

আইএসএল সেমিফাইনালের প্রথম পর্বে বেঙ্গালুরুতে নিজেদের মাঠে সুনীল ছেত্রীরা ১-০ হারিয়েছিলেন এটিকে-কে। এই পরিস্থিতিতে যুবভারতীতে দ্বিতীয় পর্বে রয় কৃষ্ণদের আজ, রবিবার শুধু জিতলেই চলত না, অন্তত দু’গোলের ব্যবধান জিততে হত। অর্থাৎ, নির্ধারিত সময়ে ফল যদি এটিকের পক্ষে ১-০ থাকে, ম্যাচ গড়াত তখ অতিরিক্ত সময়ে। কারণ, দুই পর্ব মিলিয়ে ফল তখন ১-১ হয়ে যেত। অতিরিক্ত সময়েও ফল অপরিবর্তিত থাকলে টাইব্রেকারে ম্যাচের ফয়সালা হওয়ার কথা ছিল। এমনকী, এটিকে ২-১ জিতলেও ফাইনালে চলে যেতে বেঙ্গালুরু। কারণ, অ্যাওয়ে গোলের হিসাবে তখন এগিয়ে থাকতেন সুনীলেরা। তবে সেসব কিছুই ঘটেনি এদিন যুবভারতীতে ৷ বিশাল চাপ কাঁধে নিয়েই বেঙ্গালুরুকে এগ্রিগেটে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করল এটিকে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

এদিন ম্যাচের ৫ মিনিটের মাথাতেই কুরুনিয়ানের গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু ৷ এরপর ৩০ মিনিটে এটিকে-র হয়ে প্রথম গোল করেন কৃষ্ণা ৷ কিন্তু দ্বিতীয়ার্ধে চমকে দেন উইলিয়ামস ৷ প্রথমে ৬৩ মিনিটে পেনাল্টি থেকে এবং তারপর ৭৯ মিনিটে আরও একটি গোল করে এটিকে-র জয় নিশ্চিত করেন তিনি ৷

বাংলা খবর/ খবর/খেলা/
ISL 2019-20: উইলিয়ামসের দুরন্ত গোলেই বেঙ্গালুরু বধ সম্পূর্ণ, ফাইনালে এটিকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল