ক্রিকেটের থার্ড আম্পায়ারের মতো এতেও মানবিক ভুলের পরিমাণ কমানোর চেষ্টা করা হয় ৷ গোল নিয়ে সংশয়, কার্ড, ফাউল যে কোনও সমস্যায় মুসকিল আসান ভিডিও রেফারি। এবার সেই নিয়ম চালু রাশিয়ার বিশ্বকাপেও। কীভাবে বিশ্বকাপে কাজ করবেন ভিডিও রেফারিরা তা ঘুরে দেখলেন মস্কোয় হাজির মিডিয়ার প্রতিনিধিরা। সেইসঙ্গে খুলে গেল ব্রডকাস্টিং সেন্টারও।
আরও পড়ুন - নগ্ননতায় মেতে ‘বিশ্বকাপ’ স্পেশাল লুকে লেন্সবন্দি ‘হট’ মডেলরা
advertisement
ইউরোপের বিভিন্ন লিগে VAR এরমধ্যেই চালু হয়েছে। বিশ্বকাপের মঞ্চেও কামাল করবে মত ফুটবল মহলের ৷ মস্কোয় ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনোর হাত ধরে খুলে গেল ইন্টারন্যাশনাল ব্রডকাস্টিং সেন্টারের। হাজির ছিলেন প্রাক্তন রেফারি রবার্তো রসেত্তি। আগামী ১ মাস ধরে ভিডিও অপারেশন রুমে কাজ চালাবেন ভিডিও রেফারিরা। নজরদারি চালাবে ৩৫টি ক্যামেরা।
আরও পড়ুন - বিশ্বকাপের অফিসিয়াল সঙ রিলিজের ভিডিও ভাইরাল, আপনি দেখেছেন তো
প্রধান ক্যামেরাতে ম্যাচ দেখবেন ভিডিও রেফারি। মাঠে কোনও কিছু ঘটলে ৩ সেকেন্ড পরে মনিটরে দেখতে পাবেন তিনি। ক্যামেরার সেরা ৪টি অ্যাঙ্গেল থেকেও ভিডিও দেখতে পাবেন তিনি ৷ ইউরোপে ঘরোয়া ফুটবলে সফল হয়েছে VAR। এবার অ্যাসি়ড টেস্ট বিশ্বকাপের মঞ্চে ৷