TRENDING:

দুরন্ত সুয়ারেজ,কাভানি, তিনে তিন উরুগুয়ের

Last Updated:

বিশ্বকাপে উরুগুয়ের বিরুদ্ধে পরেই শেষ হয়ে গেল রাশিয়ার জারিজুরি ৷ সুয়ারেজের দুরন্ত ফর্মের ঝলক এদিনও দেখা গেল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উরুগুয়ে (৩) (সুয়ারেজ) (চেরিশেভ-আত্মঘাতী ),কাভানি - রাশিয়া (০)
advertisement

#সামারা :  বিশ্বকাপে উরুগুয়ের বিরুদ্ধে পরেই শেষ হয়ে গেল রাশিয়ার জারিজুরি ৷ সুয়ারেজের দুরন্ত ফর্মের ঝলক এদিনও দেখা গেল ৷

ম্যাচের ১০ মিনিটে ফ্রি কিক থেকে দারুণ গোল করেন বার্সেলোনা তারকা ৷ এদিনের ম্যাচে শুরু থেকেই তারা আক্রমণ শানাচ্ছিল ৷ সুয়ারেজের জাত দেখানোর পাশাপাশি এদিন ফর্মে ফেরার দারুণ চেষ্টা করেন কাভানি ৷ কিন্তু হতাশ দেখাচ্ছিল উরুগুয়ের স্ট্রাইকারকে ৷

advertisement

এদিকে ম্যাচের ২৩ মিনিটেই কর্ণার কিক থেকে আসা একটি বল রাশিয়ার চেরিশেভের গায়ে লেগে ডিফ্লেকটেড হয়ে নিজেদের গোলেই ঢুকে যায় ৷ যার ফলে স্কোরলাইন হয়ে যায় ২-০ ৷

রাশিয়ার দুঃখ বাড়ার আরও কারণ ছিল ৩৮ মিনিটে ডবল হলুদ কার্ড দেখে লালকার্ড হওয়ার সুবাদে মাঠ ছাড়তে হয় সোমলনিকভকে ৷ দশ জনে হয়ে যায় রাশিয়া ৷ প্রথমার্ধের ৩৮ মিনিটের পর থেকে দশ জনে হয়ে যায় বিশ্বকাপের আয়োজক দেশ ৷

advertisement

দ্বিতীয়ার্ধেও উরুগুয়ে আক্রমণের ধার বজায় ছিল ৷ ৯০ মিনিটে নিজের চেষ্টার সুফল পান কাভানি ৷ এবারের বিশ্বকাপের প্রথম গোল পেলেন উরুগুয়ের স্ট্রাইকার ৷  সব মিলিয়ে ৩ -এ ৩ করে শেষ ষোলয় উরুগুয়ে ৷

বাংলা খবর/ খবর/খেলা/
দুরন্ত সুয়ারেজ,কাভানি, তিনে তিন উরুগুয়ের